বুধবার, ১৪ মার্চ, ২০১৮

তৃতীয় পুরস্কারবিজয়ীর রচনা

সাকিব আল হাসান

শুধু ভাষার মাসে ভাষাপ্রেম আশার কথা নয়
 একধিক ভাষায় জ্ঞান রাখেন এমন একজন সেদিন আক্ষেপ করে বলেছিলেন -তাঁর সাত বছরের নাতনীটা অর্ধেক হিন্দি আর বাকী অর্ধেক বাংলা ইংরেজী মিলে এমন ভাষায় কথা বলে শুনলে মনে হবে ও অন্য কোন দেশ থেকে বাংলাদেশে নতুন এসেছে । আর এর পিছনের কারণটাও তিনি বলছিলেন । বলছিলেন, ঘরে এত বেশি হিন্দি চ্যানেল চলতে থাকে যে বাচ্চারা মা-খালাদের দেখা সিরিয়ালের ভাষা আগ্রহের সাথে রপ্ত করে নিচ্ছে ।
এর ফল যে কী দাঁড়াচ্ছে তা ভাববার বুঝি কেউ নেই । অথচ ফেব্রুয়ারি এলেই আমার গর্ব করে বলি -ভাষার জন্য আমরাই রক্ত দিয়েছি । পৃথিবীর আর কোন জাতি বলতে পারবে না, তারা মায়ের ভাষার ইজ্জত রক্ষা করতে এতটা ত্যাগ স্বীকার করেছে। বাস্তবে তাই ঘটেছিল । মুখের বুলি কাইর‌্যা নিতে থাবা বসিয়েছিল শকুনেরা । অ আ ই ঈ ক খ অক্ষরকে করেছিল ভূলুণ্ঠিত । কিন্তু মাতৃভাষার অমর্যাদা মেনে নেয়নি আমাদের দামাল ছেলেরা । প্রতিবাদে গর্জে ওঠেছিল সেদিন তারা । প্রকম্পিত করেছিল রাজপথ । কাপুরুষদের সহ্যহয়নি তা । নৈতিক ভাবে পেরে না ওঠে ঘৃণ্য পথ বেছে নেয় । গর্জে ওঠে বন্দুক । অক্ষর হয় রক্তে রঞ্জিত । আর সেই রাঙা হরফেই লেখাহয়েছিল আমাদের জাতীয় ইতিহাস । বায়ান্ন থেকে একাত্তর । যেনো জাতির চেতনা সড়ক থেকে মহসড়কে ওঠে আসে । এত ত্যাগ ও কুরবানীর বিনিময়ে অর্জিত যে ভাষা, তার মর্যাদা রক্ষা করতে হবে আমাদেরকেই । চারিদিকে আজ বড়ই অনদার ও অবহেলা পরিলক্ষিত হচ্ছে মায়ের ভাষার প্রতি । সাইনবোর্ড থেকে বিলবোর্ড, পোস্টার থেকে দেয়াল লিখন ,ব্যানার থেকে ফেস্টুন, একাডেমিক পুস্তক থেকে সৃজনশীল গ্রন্থ সবকিছুতেই ভুল বানানের ছড়াছড়ি । কেউ কোন কিছুর তোয়াক্কা করছে না । দেখার যেনো কেউ নেই । যার যার ইচ্ছামতো চলছে বনানরীতি । আর বিদেশী চ্যানেলের দৌরাত্ম্য বাংলা ভাষার উপর নতুন করে শকুনি থাবা বিস্তার করেছে । এ অবস্থা আর চলতে দেয়া ঠিক নয় । কেবল ভাষার মাসে যেন আমাদের ভাষাপ্রেম উথলে না ওঠে । ভাষার মাসে বড় বড় বুলি আওড়ে যাওয়া আশার কথা হতে পারে না; বরং ভাষার উপর আশা অনাকাঙ্খিত আগ্রাসন মোকাবেলায় আমাদেরকেও প্রস্তুত হতে হবে । আর পরিকল্পিতভাবে গবেষণার মাধ্যমে আমাদের ভাষাকে আরও গতিশীল, মার্জিত এবং বৈশ্বিক ভাষা হিসেবে মর্যাদা প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে । কেবল আবেগ দিয়ে নয়; চিন্তা ও গবেষণার মাধ্যমে বাংলা ভাষার মর্যাদা সুপ্রতিষ্ঠিত করতে হবে বিশ্ব দরবারে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

নতুন লেখাগুলো পড়ুন...

      দুশ্চিন্তার চিকিৎসা   মূল: রশিদ আহমদ লুধিয়ানভি উর্দু: مفتی رشید احمد لدھیانوی ‎‎ জন্মঃ ২৬ সেপ্টেম্বর ১৯২২ মৃত্যু...