মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮

ভালবাসা প্রত্যাখ্যান

 কবি লিটু হায়দার
 সবার জীবনের ভালবাসা আসে শিশুকালের মত কিশোরে মত যৌবনের মত
বার্ধ্যেকের মত। যে ধরে রাখতে পারে সেই সম্রাট, ভালবাসার দুনিয়ায় বিজয়ী বীর। আবার নিমিষে হারিয়ে যায় পৃথিবীর বক্ষ হতে প্রকৃতির নিয়মে যৌবন যেমন প্রতিটি জীবের মাঝে আসে আবার চলে যায়।
যৌবনকে ধরে রাখার কৌশল যে জানে সে ধরে রাখতে পারে ঠিকই ভালবাসা বসন্তে দক্ষিণা হাওয়ার মত মনের অজান্তে হৃদয়ে এসে দোল দেয়। যে তাকে চিনতে পারে সে সাদরে গ্রহণ করে নেয় হৃদয় মাঝে। যে তাকে অবহেলা করে আমার মত পায়ে ঠেলে দেয় তার কান্না আজন্ম আমার জীবনে আমার অজান্তে এসেছিল ভালবাসা। সে আমাকে আপন করে কাছে ডেকেছিল আমি তার আহবানে দিইনি সাড়া আজ আমি আমার জীবনে তার অভাব অনুভব করছি ব্যাকুল প্রাণ তার কাছে টানে কিন্তু! আমি তার কাছে যেতে পারিনা সেদিনের সে সময় আজ আর নেই আজ ব্যস্তর ব্যবধান তার মাঝে আমার। ইচ্ছে করলেও কাছে ডাকতে পারি না কাছে নিতে পারিনা একান্ত আপন করে আপন জ্ঝালায় হৃদয়ে পুড়ে পুড়ে মরছি সেদিনের সে ভালবাসা পাবার আশায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

নতুন লেখাগুলো পড়ুন...

      দুশ্চিন্তার চিকিৎসা   মূল: রশিদ আহমদ লুধিয়ানভি উর্দু: مفتی رشید احمد لدھیانوی ‎‎ জন্মঃ ২৬ সেপ্টেম্বর ১৯২২ মৃত্যু...