বুধবার, ২১ মার্চ, ২০১৮

স্মৃতির পাতা


শৈশবের স্মৃতিগুলো মনে পড়ে  খুব!  
আমি কল্পনায় ভাসি, আর হারিয়ে যাই সেই ছেলেবেলায়, সেই দস্যিপনায়!
কোথায় সেই মধুরতা? কোথায় মিলিয়ে গেলো এত হৈ হুল্লোড়? হাসিমাখা কচি মুখগুলো এখন আর একসাথে হয়না বিকেলে খেলার মাঠে, এখন আর শুনা যায় না দস্যি গুলোর খেলার গুঞ্জন! 
খেলার মাঠটা এখন শূন্য পড়ে থাকে। 
যেন কারো পথ পানে চেয়ে আছে! 
  সময় গুলো যেন চোখের পলকেই অতীত হয়ে যায় ।
চোখের আড়াল হয়ে যায়!  কিন্তু মনের  ডায়েরীতে থেকে যায় শুকনো  বকুল হয়ে। 
সেই ফুলই আমায় মাঝে মাঝে সুবাস দেয়।
কখনো হাসায়, কখনো কাঁদায়!
পুরনো সুবাসে আমি খুঁজে পাই অতীতের সুখ!
আমি একাই হাসি! আবার একাই আঁধার নামাই মুখে!
এরই নাম স্মৃতি ......

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

নতুন লেখাগুলো পড়ুন...

      দুশ্চিন্তার চিকিৎসা   মূল: রশিদ আহমদ লুধিয়ানভি উর্দু: مفتی رشید احمد لدھیانوی ‎‎ জন্মঃ ২৬ সেপ্টেম্বর ১৯২২ মৃত্যু...