আল আমিন সরকার
প্রিয় স্বপ্নবিনাসী,
তোমাকে শুভেচ্ছা জানানোর মতো আমার কাছে তোমার বিরহে কুঁকড়ে যাওয়া হৃদয়ের গভীরে যাতনার বিষবাষ্পে সৃজিত তপ্ত দীর্ঘশ্বাস ব্যতিরকে কিছুই উচ্ছিষ্ট নেই। তাই এক প্রকার বাধ্য হয়েই বিরহ জ্বালায় দগ্ধ তপ্ত দীর্ঘশ্বাসের শুভেচ্ছা দিলাম।কেমন আছো জানতে চেয়ে বোকামী করবোনা।
জানি, তোমার ভাল থাকার পরিমাণ আমার ধারণার বহু মাইল উর্ধ্বে। ভেবনা তোমার ভাল থাকার প্রশস্ততায় আমি হিংসান্বিত; বরং তোমার অপরিব্যাপ্ত ভালো থাকায় আমি আনন্দিত, আমি পুলকিত, কারণ তোমার ভালোথাকার মাঝেই যে, আমি জীবনের সজীবতা খুঁজে পাই। সুখের আনন্দঘন মুহূর্তে মুখ ফসকে বেরিয়ে আসা তোমার ঐ টোলপড়া হাসিতেই যে লুকিয়ে আছে আমার প্রাণের খোরাক বেঁচে থাকার মূলমন্ত্র।
স্বপ্নভাঙ্গিনী! তোমার হয়তো ভ্রম হচ্ছে, আমি তোমার মনোরাজ্যের চারণভূমি মাড়িয়ে তোমার মতো করে এখন অন্যের ভূমিতে বিচরণ শুরু করেছি কিনা।
হ্যাঁ, তুমি ভাবতে পার, তোমার ভাবার অধিকার আছে। এখনো তোমার ভাবনার যন্ত্র সক্রিয়। তাই বলে যে তোমার মতিভ্রম সত্যের উপর বিজয়লাভ করবে, তা তো কোন অভিধানে নেই!
ছলনাময়ী! তুমি হয়তো আমাকে তোমার নিজের উপর ধারণা করছো! তুমি যেভাবে আমাকে ভুলে গেছো, আমাকে দেওয়া অঙ্গীকারের উপর ঘাতকতার চাদর টেনে দিয়েছো, আমার উপর থেকে বিশ্বাসের আবরণকে ছিনিয়ে নিয়ে, অবিশ্বাসের কফিনে পুরে অতীতের আস্তাকুঁড়ে নিক্ষেপ করেছ। আমিও হয়তো তোমার পথেই হেঁটেছি, তোমাকেই অনুসরণ করেছি।
কিন্ত বাস্তব সত্য তো হলো এ ব্যাপারে আমার অবস্থান পুরোই তোমার বিপরীত মেরুতে। আজও তুমি আমার হৃদয়ে বর্তমান, ঠিক যেমন অতীতে ছিলে। আজও তোমাকে দেওয়া "কথা"কে ঘাতকতার চাদরে মুড়াতো দূরের কথা শিথিলতার ধুলোবালিও পড়তে দেইনি।
তোমার উপর থেকে বিশ্বাসের শুভ্র সফেদ আবরণকে অবিশ্বাসের কফিনে বক্সাবন্দি কেন..! সন্দেহের অপচ্ছায়াকেও এর ত্রিসীমানায় প্রবেশ করতে দেইনি।
পররাজ্যিনী! আপন রাজ্যের চৌকাঠ মাড়িয়ে পররাজ্যের বর্ণিল প্রশস্ত সড়কে চলতে গিয়ে যদি কখনো হোঁচট খেয়ে পড়ো, তবে ফিরে এসো আপন রাজ্যের জীর্ণ কুটিরে। সেথায় অপেক্ষমাণ তোমার রাজকুমার।
ইতি

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন