সাদিক ফারহান
আঁধারীর প্রেম
চারিদিকে শুনশান নিরবতা,
টের পাই বেশ, সদ্য ফোটা শিউলী-বকুলের
ঘ্রাণে আঁধারী নেমে এসেছে বড্ড অকালে;
টের পাই বেশ, সদ্য ফোটা শিউলী-বকুলের
ঘ্রাণে আঁধারী নেমে এসেছে বড্ড অকালে;
এসেছো-ই যখন, বসো না হয় পাশে,
খুব কি তাড়া আছে, ঘরে ফিরবার?
ইতস্তত কেন বুক পকেটের ভাঁজে?
ওইখানে রাখা আছে বুঝি, বাড়ন্ত
মানবীর সদ্য ফোটা নরম হৃদপিণ্ড?
খুব কি তাড়া আছে, ঘরে ফিরবার?
ইতস্তত কেন বুক পকেটের ভাঁজে?
ওইখানে রাখা আছে বুঝি, বাড়ন্ত
মানবীর সদ্য ফোটা নরম হৃদপিণ্ড?
চুপচাপ বসে থাকো কিছুটা সময়,
ভয় পেয়ো না, এতটা সাহস দেখিয়ে
হাত বাড়াবো না কাঁটাতার ডিঙিয়ে;
সীমান্তে রেখেছি কড়া পাহারাদার।
তাকওয়া দিয়েছি তার নাম ৷৷
নতমুখে আঙুলের আলিঙ্গন দ্যাখো,
এ চোখে ভুল করেও তাকিয়ো না আর,
অভিমান ভরা টলটলে নীল সরোবরে
বহুদিন ধরেই ফুটে আছে নীলপদ্ম;
এইখানে একটু পরেই ডাহুকের ঠোঁটে
হয়ত প্রতিদিনকার মত আজও নেমে
আসবে বিষাদের কর্কশ বিউগল;
থামিয়ে দেবো সব, তোমার আগমনীতে
একে একে সব ব্যথাতুর ভাবনাদের।
এ চোখে ভুল করেও তাকিয়ো না আর,
অভিমান ভরা টলটলে নীল সরোবরে
বহুদিন ধরেই ফুটে আছে নীলপদ্ম;
এইখানে একটু পরেই ডাহুকের ঠোঁটে
হয়ত প্রতিদিনকার মত আজও নেমে
আসবে বিষাদের কর্কশ বিউগল;
থামিয়ে দেবো সব, তোমার আগমনীতে
একে একে সব ব্যথাতুর ভাবনাদের।
নেমে আসুক গাঢ় নিপুণ আঁধার আরও,
শেষবারের মত নিমজ্জিত হবো তোমাতে।
তোমার সাথে, আমার আঁধারীর সাথে ৷৷
শেষবারের মত নিমজ্জিত হবো তোমাতে।
তোমার সাথে, আমার আঁধারীর সাথে ৷৷

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন