হুরাইরাহ সাফফানাহ
এক অল্প রোঁদের দিন, মুঠোফোনে ফিসফিস
কৈশোর পেরিয়ে যৌবনের ঔজ্জ্বল্যে,
চোখভরা স্বপ্ন অহর্নিশ।
বড্ড আদুরে মেয়ে বাবার, সামান্যতেই চোখ ছলছল,
সেই চোখে সংসার মানে কেবলই মায়া অতল।
বলেছিলি তুই একসাথে আকাশ দেখবো দুজন, হঠাৎ হলে চোখাচোখি,
শিহরিত ক্ষণ, প্রণয়ী মন ভালোবাসায় মাখামাখি।
হেসে ফেলেছিলাম, গেঁথে নিয়েছিলাম, সেই থেকে স্বপ্ন বোনা,
এক পৃথিবী বিসর্জনে সেই যে সংসার কেনা।
ভুলে গিয়েছিলি পুরোনো সেই দিন,
কৈশোর পেরিয়ে যৌবনের ঔজ্জ্বল্যে,
চোখভরা স্বপ্ন অহর্নিশ।
বড্ড আদুরে মেয়ে বাবার, সামান্যতেই চোখ ছলছল,
সেই চোখে সংসার মানে কেবলই মায়া অতল।
বলেছিলি তুই একসাথে আকাশ দেখবো দুজন, হঠাৎ হলে চোখাচোখি,
শিহরিত ক্ষণ, প্রণয়ী মন ভালোবাসায় মাখামাখি।
হেসে ফেলেছিলাম, গেঁথে নিয়েছিলাম, সেই থেকে স্বপ্ন বোনা,
এক পৃথিবী বিসর্জনে সেই যে সংসার কেনা।
ভুলে গিয়েছিলি পুরোনো সেই দিন,
সেই হাতে রাখা হাত অনন্ত মায়ায় সঁপেছি নিজেকে,
পেয়েও সহস্র আঘাত।
বয়স তখন ষোলোতে পড়ি, অবুঝ বুকের সুখ,
সংসার সে তো ছিল কেবলই তোর সেই মায়া-মুখ।
দূরালাপনীতে ভেসে আসা তোর প্রেমাতুর সেই স্বর,
স্বপ্নের এই সংসারে কভু পাইনি তব মায়াঘোর।
আকাশ আমি আজও দেখি, অভ্যাসটা আছে তেমন
তোকে চেয়ে পর হয়ে গেলি তুই, সংসার হলো আপন।
পাল্টে গেলি যুগের মতন , তবু তোর পিছু পিছু
পায়ে পায়ে পথ চলেছি এতদূর, বুঝেছিলি কভু কিছু?
ভালোবেসেছিলাম সংসারটারে তোর চাইতেও বেশী,
চোখেরা নালিশ ভুলে গিয়ে তাই বলে গেছে "ভালোবাসি"
রান্নার ফাঁকে ছোট্ট জানালায় এক চিলতে আকাশ আমার,
কত দিবানিশি, কত হাসাহাসি, আহা! বুকজুড়ে হাহাকার।
কত রাত হায় আধখাওয়া ভাত ফেলে ছুটিনি কারো ডাকে,
কত রাত মন হয়নি বেকারার, নুন কম হয়েছে বলে শাকে।
কতগুলো বিকেল দাঁড়াইনি আর নাস্তা সাজিয়ে প্লেটে,
সেই দৃশ্যে তৃপ্তি জুটেনি, খাচ্ছে কেউ তা চেটেপুটে।
জানালার গ্রীল, চুলোর কোণ, ভাঙ্গা হাঁড়ি যত
সবকিছুতেই যত্নের ছাপ আছে কি আগের মতো?
সেই চিলেকোঠা, এক ফালি ছাদ মুঠোয় পুরে এমন,
এ কোণ ও কোণ চোখের নাগালে রাখে কেউ কি তেমন?
থৈ থৈ চোখে ভেসে যাওয়া তিলেতিলে গড়া পাথার,
নারীর বুকে চর হয়ে জেগে রয় তবু ভেঙ্গে যাওয়া সংসার!!!
আহা! লাল নীল সংসার!
বয়স তখন ষোলোতে পড়ি, অবুঝ বুকের সুখ,
সংসার সে তো ছিল কেবলই তোর সেই মায়া-মুখ।
দূরালাপনীতে ভেসে আসা তোর প্রেমাতুর সেই স্বর,
স্বপ্নের এই সংসারে কভু পাইনি তব মায়াঘোর।
আকাশ আমি আজও দেখি, অভ্যাসটা আছে তেমন
তোকে চেয়ে পর হয়ে গেলি তুই, সংসার হলো আপন।
পাল্টে গেলি যুগের মতন , তবু তোর পিছু পিছু
পায়ে পায়ে পথ চলেছি এতদূর, বুঝেছিলি কভু কিছু?
ভালোবেসেছিলাম সংসারটারে তোর চাইতেও বেশী,
চোখেরা নালিশ ভুলে গিয়ে তাই বলে গেছে "ভালোবাসি"
রান্নার ফাঁকে ছোট্ট জানালায় এক চিলতে আকাশ আমার,
কত দিবানিশি, কত হাসাহাসি, আহা! বুকজুড়ে হাহাকার।
কত রাত হায় আধখাওয়া ভাত ফেলে ছুটিনি কারো ডাকে,
কত রাত মন হয়নি বেকারার, নুন কম হয়েছে বলে শাকে।
কতগুলো বিকেল দাঁড়াইনি আর নাস্তা সাজিয়ে প্লেটে,
সেই দৃশ্যে তৃপ্তি জুটেনি, খাচ্ছে কেউ তা চেটেপুটে।
জানালার গ্রীল, চুলোর কোণ, ভাঙ্গা হাঁড়ি যত
সবকিছুতেই যত্নের ছাপ আছে কি আগের মতো?
সেই চিলেকোঠা, এক ফালি ছাদ মুঠোয় পুরে এমন,
এ কোণ ও কোণ চোখের নাগালে রাখে কেউ কি তেমন?
থৈ থৈ চোখে ভেসে যাওয়া তিলেতিলে গড়া পাথার,
নারীর বুকে চর হয়ে জেগে রয় তবু ভেঙ্গে যাওয়া সংসার!!!
আহা! লাল নীল সংসার!

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন