শনিবার, ৯ জুন, ২০১৮

১ম স্থান অধীকারীর চিঠি

নয়ন বিন বাহার

অপরাজিতা,

আজ খুব করে মনে পড়ে টুপ করে ঝরে যাওয়া সেই সব দিন।
তুমি ছিলে মহা গল্পবাজ। শুধু গল্প করতে। অল্প অল্প করে গল্পগুলো এত জমাতে পারতে যে, সব শুনে আমি ভীষম খেতাম। এত বিচিত্র গল্প।
রাস্তার পাশের গাছ থেকে একটা পাতা ঝরে পড়ার মধ্যে যে ভীষণ রকমের গল্প থাকতে পারে, তা তুমি না বললে কোনদিন জানা হতো না। জানা হতো না পাখির কিচিরমিচির মানে শুধু গোলমাল নয়; ওরা গল্প করে, পরম গল্প। সেই সব গল্প আবার তোমাকে ঘিরে।
আমি অবাক হতাম। হতাম মুগ্ধ।
তোমার স্নিগ্ধ চোখে খেলা করতো রঙধনুর সাতরঙ। আমি তখন ফর্সাআকাশ। এক চিলতে সোনালী রোঁদ।
তুমি একটু উৎসুক হতে। বলতে, এ্যই তোমার কোন গল্প নেই?
আমি অপ্রস্তুত হতাম।
গল্প?
নাহ! আমার কোন গল্প নেই।
প্রতি সন্ধ্যায় তোমরা তোমাদের দাদীর চারপাশে গোল হয়ে বসতে। মারামারি, চেঁচামেচি করতে। কে দাদীর কত কাছে বসবে তাই নিয়ে। প্রতি সন্ধ্যায়। রোজ।
সেই সব সন্ধ্যায় কী হত তা তুমি আমাকে বলতে। বলতে বলতে তোমার চোখে মুখে খেলা করত আশ্চর্য এক দ্যুতি। সেই জোর্তিময় আলোয় আমার চারপাশ মায়াময় হয়ে যেত। আমি সেই আলো নিয়ে বসে থাকতাম তোমার রোজকার সন্ধ্যায়। তুমি চঞ্চল হরিণীর নৃত্যে বলতে, এ্যই তোমার সন্ধ্যায় তুমি কী কর?
আমি ভ্যাবাচেকা খেতাম।
আমার সন্ধ্যা?
নাহ! আমার কোন সন্ধ্যা নেই।
দখিনা হাওয়ায় ভেসে বসন্ত এলে তুমি বাসন্তি ঘ্রাণে মেদুর হতে। বাদল দিনের প্রথম কদমফুল দিয়ে সাজাতে তোমার আঙিনা। সেই আঙিনায় ধেই ধেই করে নাচতে তুমি আর তোমার পোষা ময়না।
কখনো চলে যেতে তুমি তোমার নদীর কাছে। তোমার যে নদী ছিল। যে নদীর দু'কূল ধরে হেঁটে যেতে তুমি আর তোমার স্বপ্ন। তুমি তোমার স্বপ্নের কথা বলতে। বলতে বলতে স্বপ্নাতুর হয়ে যেতে। স্বম্বিত ফিরে জিজ্ঞাসু চোখে তাকাতে আমার দিকে।
আচ্ছা! তোমার স্বপ্নের কথাতো বললে না। চল আজ তোমার স্বপ্নের বাড়ী যাই।
স্বপ্ন?
নাহ! আমার কোন স্বপ্ন নেই।
তুমি খুবই আহত হতে। আমার স্বপ্ন নেই শুনে।
আসলে আমার কোন স্বপ্ন নেই। আমার কোন নদী নেই। আমার কোন বসন্ত নেই। নেই বাদল দিনের প্রথম কদমফুল।
এই প্রথম তুমি স্থবির নিঃশ্বাস নিলে। আমাকে ভাবলে। মেঘে ঢাকা জোছনার মত ম্রিয়মাণ হয়ে বললে,
তাহলে তোমার কী আছে?
আমি উপচে পড়া উচ্ছ্বাস নিয়ে তোমার নক্ষত্রের মত উজ্জ্বল চোখে চোখ রেখে বললাম, আমার শুধু তুমি আছো। শুধু তুমি। তুমিই।।
আজ তুমি নেই।।
ইতি
বসন্ত বিলাপ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

নতুন লেখাগুলো পড়ুন...

      দুশ্চিন্তার চিকিৎসা   মূল: রশিদ আহমদ লুধিয়ানভি উর্দু: مفتی رشید احمد لدھیانوی ‎‎ জন্মঃ ২৬ সেপ্টেম্বর ১৯২২ মৃত্যু...