শনিবার, ৯ জুন, ২০১৮

১ম স্থান অধিকারীর কবিতা

মানিক

         তোমাকে চেয়েছি

প্রেম,মোহ আর ভালবাসার পৃথিবীতে,
তোমাকে চেয়েছি অগণিত বার-
নতুন ঢঙে নতুন রঙে,
চেয়েছি বারংবার।
তোমাকে চেয়েছি-
কাঠফাটা রোদ্রে পিপাসিত পথিক হয়ে,
শীতলজলের ঢেউখেলানো তরীতে,
চিরে যাওয়া মাটির আর্তনাদধ্বনিতে,

তোমাকে চেয়েছি-
চাতকের ন্যায় বৃষ্টির প্রত্যাবর্তনে,
বহুল প্রতিক্ষীত বৃষ্টির শীতল ফোঁটারূপে
তোমাকে চেয়েছি-
বর্ষার হীমশীতল হাওয়ায়,
তোমাকে চেয়েছি-
বর্ষণমুখর সন্ধ্যায় খোশগল্পের সাথী হিসেবে।
তোমাকে চেয়েছি-
শরতের শুভ্র কাশফুলে,
সাদা মেঘের ভেলায়!
হেমন্তের নতুন ধান মঞ্জুরের মিষ্টি সৌরভে,
কার্তিক নাবান্নের আমেজে,
তোমাকে চেয়েছি-
হীমশিতল কুয়াশায়,
চেয়েছি মৃদু রোদ্দুরে,
তোমাকে চেয়েছি-
এই পিঠাপুলির দেশে, উৎসবমুখর বাংলায়,
তোমাকে চেয়েছি-
ফাগুনের রাঙা আগুনে
বাসন্তীর নব পল্লবে নব সাজে,
বসন্তের প্রস্ফুটিত সুগন্ধিময় ফুলকাননে,
তোমাকে চেয়েছি-
ঘুমভাঙা প্রতিটা সকালে আর নির্ঘুম প্রতিটা রাতে,
ঋতুর ন্যায় বদলায়নি আমি।
তোমাকে চেয়েছি প্রতিটা ক্ষণে-
দিনের পর দিন, বছরের পর বছর
সর্বদা সবসময়!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

নতুন লেখাগুলো পড়ুন...

      দুশ্চিন্তার চিকিৎসা   মূল: রশিদ আহমদ লুধিয়ানভি উর্দু: مفتی رشید احمد لدھیانوی ‎‎ জন্মঃ ২৬ সেপ্টেম্বর ১৯২২ মৃত্যু...