বুধবার, ২১ মার্চ, ২০১৮

কে আনিল?

কে এম ইমরান হুসাইন


বিশ্ব মাঝে নতুন সাজে
কে আনিল আলোর ভোর,
দূর করিল খারাপ-বাজে
খুলে দিল ন্যায়ের দোর?

মুক্ত আলোয় সিক্ত ধরা
রত্নখনি খুললো কে
আকাশের ঐ চন্দ্রকেড়ে
মর্ত্যলোকে আনলো কে?


নিকষ আঁধার পালিয়ে গেল
কোন পথিকের পথ ছেড়ে
দ্বীপ্ত আলো সঙ্গী হলো
শত বাঁধার বুক ফেড়ে?

কার ছোঁয়াতে আরব মরু
ফুল ফোঁটালো জিন্দেগীর,
জন্ম দিলো বৃক্ষ-তরু
ফল ফলালো বন্দেগীর?

সে যে আমার প্রিয় নবী
এ উম্মাতের মহা ধন
হৃদয় মাঝে তারই ছবি
আঁকি আমি সারাক্ষণ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

নতুন লেখাগুলো পড়ুন...

      দুশ্চিন্তার চিকিৎসা   মূল: রশিদ আহমদ লুধিয়ানভি উর্দু: مفتی رشید احمد لدھیانوی ‎‎ জন্মঃ ২৬ সেপ্টেম্বর ১৯২২ মৃত্যু...