লাবীব আবদুল্লাহ
স্বপ্ন আমার কবি হবো
খুব সকালে জাগবো,
পাখির গানে ছন্দ খুঁজে
ছড়া আমি লিখবো।
.
সন্ধে তারার আলোর মাঝে
শেষ বিকেলে দিঘির জলে,
গভীর রাতে আধাঁর ছুঁয়ে
তোমার ছবি আঁকবো।
.
শীত সকালে শিশির মাঝে
সবুজ শ্যামল বন-বাদাড়ে
মিষ্টি রোদে সরষে ক্ষেতে
তোমার সাথে হাঁটবো।
.
রোজ দুপুরে পুকুর পাড়ে
আষাঢ় মাসে অথৈ জলে
আকাশ-ঝরা বারির মাঝে
তোমার সাথে ভিজবো।
.
গগন ফাটা বজ্রপাতে
কালবৈশাখির তুমুল ঝড়ে
আধাঁর রাতে একলা ঘরে
তোমার পাশে থাকবো।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন