বুধবার, ২১ মার্চ, ২০১৮

আমার বাড়ি


তামান্না ইসলাম

আমার বাড়ির চারিদিকে,
সবুজ শ্যামলা গাছ।
দক্ষিণ দিকে খানিক দূরে,
পুকুর ভরা মাছ।।
উত্তর দিকে দেওয়াল পাশে,
হরেক রকম ফুল।
এক কিলো দূরে গেলেই,
পাবে নদীর কূল।।

উত্তর-দক্ষিণ দিকে গেলে,
দেখবে সবুজ ঘাসবন।
সড়ক পাশে এপাশ-ওপাশ,
ভরা আত্বীয়স্বজন।।
পাড়ায় পাড়ায় মসজিদ,
বিশাল একটা মাদ্রাসা।
রাত পোহালেই ছেলে-মেয়ে,
করে যাওয়া-আসা।।
এক সাথে ভেসে উঠে,
মুওয়াজ্জিনের আজান।
আজান শুনে মসজিদ পানে,
দৌড়ে যান ভাইজান।।
এক সাথে চলেন সবাই
কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে।
নেই কোন হানাহানি,
থাকেন ভাই-ভাই হয়ে।। সুন্দর লাগে তখন,
দেখে এমন পরিবেশ।
সুখে দুঃখে এক সাথে,
আছেন সবাই বেশ।।
এমন দেখে আমার মনে,
লাগে যে খুব শান্তি!
উল্লাস জাগে মনে-প্রাণে,
থাকে না কোন ক্লান্তি।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

নতুন লেখাগুলো পড়ুন...

      দুশ্চিন্তার চিকিৎসা   মূল: রশিদ আহমদ লুধিয়ানভি উর্দু: مفتی رشید احمد لدھیانوی ‎‎ জন্মঃ ২৬ সেপ্টেম্বর ১৯২২ মৃত্যু...