কবির আহমদ খান
কবিতারা ছুটি নিয়েছে অনেক দিন হয়! সে কবে এক শুক্রবারে
একটি কবিতা লিখেছিলাম ; তারপর কত শুক্রবার পাড় হলো, কবিতা হলোনা। সেদিন একটা লিখেছিলাম বটে, তবে সে কবিতা'ও ছিল হাসি-খুশি, আনন্দে ভরা গল্পের মতো। কিন্তু আমি চেয়েছিলাম দুঃখের ছবি আঁকতে সাথীহারা হৃদয়ের আর্তনাদ হয়ে চিৎকার করতে নিকোটিনের ধোঁয়ায় কবিতার রং বদলাতে হতাশার আঁধারে ঢেকে দিতে আমার শহর। চেয়েছিলাম নিকষ আঁধারে চেনা রাস্তায় আগন্তুক হয়ে হাঁটতে দুমড়ে মুচড়ে পরে থাকা শুকনো পাতার মর্মর শব্দ হতে হঠাৎ ধেয়ে আসা শত কি.মি. বেগের ট্রাকের নিচে বলিদান হতে নয়তো কোনো আকস্মিক চায়া মূর্তির আবির্ভাবে বোবা হয়ে যেতে।
আমি চেয়েছিলাম আমার অস্তিত্বের নি:শেষ হোক, পড়ে থাকুক কেবল'ই নিথর দেহ! নষ্ট মগজ পিচঢালা রাস্তায় কিলবিল করুক! রক্তাক্ত চোখ জানান দিক মৃত্যুর! জানুক কেহ। চেয়েছিলাম কিছু হায়েনা আমায় তাড়া করে বেড়াক, কয়েক রাউন্ড বেআইনি রাইফেলের গুলি ছিন্নভিন্ন করুক আমার চিত্ত! ভর দুপরে কিছু মুখোশী মিছিল করুক আমার নামে নিশিতে জারজ গুলা আমাতেই করুক দলীয় নৃত্য! চেয়েছিলাম কিছু দুঃস্বপ্ন বাস্তবে রূপ পাক কিছু স্বপ্নিল ইচ্ছের হাজারো পোস্টমর্টেম হোক। কিছু তুচ্ছ চাওয়া নিমিষেই বিলীন হয়ে যাক কিছু দুঃখের নদী সমুদ্র হয়ে কাছে আসুক। চেয়েছি কিছু কষ্ট বুকে বাঁধতে, কিছু বিষের নীল পান করতে চেয়েছি সুখ ঝেড়ে ফেলে কৃষ্ণগহ্বরে হারিয়ে যেতে ; চিরায়ত নিয়মের বাহিরে গিয়ে - কবিতা না লিখে এক বিষাদ মৃত্যুগাঁথা লিখতে। #জাকারিয়া
কবিতারা ছুটি নিয়েছে অনেক দিন হয়! সে কবে এক শুক্রবারে
একটি কবিতা লিখেছিলাম ; তারপর কত শুক্রবার পাড় হলো, কবিতা হলোনা। সেদিন একটা লিখেছিলাম বটে, তবে সে কবিতা'ও ছিল হাসি-খুশি, আনন্দে ভরা গল্পের মতো। কিন্তু আমি চেয়েছিলাম দুঃখের ছবি আঁকতে সাথীহারা হৃদয়ের আর্তনাদ হয়ে চিৎকার করতে নিকোটিনের ধোঁয়ায় কবিতার রং বদলাতে হতাশার আঁধারে ঢেকে দিতে আমার শহর। চেয়েছিলাম নিকষ আঁধারে চেনা রাস্তায় আগন্তুক হয়ে হাঁটতে দুমড়ে মুচড়ে পরে থাকা শুকনো পাতার মর্মর শব্দ হতে হঠাৎ ধেয়ে আসা শত কি.মি. বেগের ট্রাকের নিচে বলিদান হতে নয়তো কোনো আকস্মিক চায়া মূর্তির আবির্ভাবে বোবা হয়ে যেতে।
আমি চেয়েছিলাম আমার অস্তিত্বের নি:শেষ হোক, পড়ে থাকুক কেবল'ই নিথর দেহ! নষ্ট মগজ পিচঢালা রাস্তায় কিলবিল করুক! রক্তাক্ত চোখ জানান দিক মৃত্যুর! জানুক কেহ। চেয়েছিলাম কিছু হায়েনা আমায় তাড়া করে বেড়াক, কয়েক রাউন্ড বেআইনি রাইফেলের গুলি ছিন্নভিন্ন করুক আমার চিত্ত! ভর দুপরে কিছু মুখোশী মিছিল করুক আমার নামে নিশিতে জারজ গুলা আমাতেই করুক দলীয় নৃত্য! চেয়েছিলাম কিছু দুঃস্বপ্ন বাস্তবে রূপ পাক কিছু স্বপ্নিল ইচ্ছের হাজারো পোস্টমর্টেম হোক। কিছু তুচ্ছ চাওয়া নিমিষেই বিলীন হয়ে যাক কিছু দুঃখের নদী সমুদ্র হয়ে কাছে আসুক। চেয়েছি কিছু কষ্ট বুকে বাঁধতে, কিছু বিষের নীল পান করতে চেয়েছি সুখ ঝেড়ে ফেলে কৃষ্ণগহ্বরে হারিয়ে যেতে ; চিরায়ত নিয়মের বাহিরে গিয়ে - কবিতা না লিখে এক বিষাদ মৃত্যুগাঁথা লিখতে। #জাকারিয়া

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন