বৃহস্পতিবার, ৮ মার্চ, ২০১৮

মাতাল হাওয়া!



মাতাল হাওয়া, কি হল তোমার!? ধীর গতিতে মৃদুমন্দ
ভাবে  আজ থেমে থেমে বইছ! তোমার মনটা মনে হয় খারাপ। কি হল বলবে কি? মেঘে ঢাকা আকাশে হালকা বৃষ্টির সাথে শিলা নিয়ে এলে। কি হয়েছে?  মনটা ভারি কেন? তুমি ম্লান হলে
আমি কীভাবে ভাল থাকি বল। তোমার গতিতে আমার চলা, তোমার প্রান উচ্ছলতায় আমার চঞ্চলতা, তোমার থামা মানে আমার কিছুই নেই। আমি তলিয়ে যাই অতল অন্ধকারের গভীরে।
            তুমি মন খারাপ করে থেকো না মাতাল হাওয়া! এসো মৃদুমন্দ বায়ে। আমাকে মাতাল কর। আমাতে প্রাণ সঞ্চার কর। গতি এনে দাও আমার চলায়। দু'পায়ে নুপুর বেঁধে কথক নৃত্যের তালে তালে আমি ধারিত্রির বুকচিরে এগোতে চাই। তুমি গাড়ঘন মেঘ নিয়ে এসে ঝরতে থাক পাহাড়ের গায়ে। আমি ছোট ঝরনা থেকে নদী হতে চাই। নুতন নগর, গ্রাম, জনপদ গড়তে চাই। আমি এখন ছোট্ট সরোবর। তোমার গাঢ়ঘন মেঘ হতে অঝোর ধারায় বারি সিঞ্চন করে আমায় যৌবন এনে দাও। আমি আরো চঞ্চলা হতে  চাই। তোমার এই পথ হারানো ঝর্ণাকে চলার গতি দাও।  প্লিজ এসো আমায় মাতাল কর।আর মন খারাপ করো না। দোহাই তোমার স্ব-মূর্তিতে এসো আমারর জীবনে...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

নতুন লেখাগুলো পড়ুন...

      দুশ্চিন্তার চিকিৎসা   মূল: রশিদ আহমদ লুধিয়ানভি উর্দু: مفتی رشید احمد لدھیانوی ‎‎ জন্মঃ ২৬ সেপ্টেম্বর ১৯২২ মৃত্যু...