মারুফ চৌধুরী
কেউ মজা পায় সব কাজ ফেলে
বিছানায় শুয়ে থেকে,
কেউ মজা পায় কলেজ পালিয়ে
লুকিয়ে সিনেমা দেখে।
কেউ মজা পায় কম্পিউটারে
সারাদিন গেম খেলে,
কেউ মজা পায় আড্ডা দিয়ে
লেখাপড়া সব ফেলে।
কেউ মজা পায়
অফিসেতে বসে
নিউজ পেপার পড়ে,
কেউ মজা পায় কারণ ছাড়াই
ঝগড়া-ফ্যাসাদ করে।
কেউ মজা পায় বৃষ্টির দিনে
ঝাল-মুড়ি মেখে খেতে,
কেউ মজা পায় মেঠো পথ ধরে
একা একা হেঁটে যেতে।
কেউ মজা পায় বই দেখে দেখে
নতুন রেসিপি রেঁধে,
কেউ মজা পায় পার্লারে গিয়ে
চুলের খোঁপাটি বেঁধে।
কেউ মজা পায় সহজ-সরল
অনেক কবিতা লিখে,
কেউ মজা পায় আজব-আজব
মজার ম্যাজিক শিখে।
কেউ মজা পায় পুরানো দিনের
বিরহের গান শুনে,
কেউ মজা পায় প্রিয় মানুষের
মিলনের দিন গুনে।
দারুণ
উত্তরমুছুন