মাসরূর সামী
ওরা ওয়াদা রেখেছে ওদের
ফিরেছে আবার আমার কাছে,
তোমার একটু অবহেলায় আজকরে দিচ্ছে সব মিছে!
ওদের আসতে দিওনা করো বারণ
ওরা বড্ড ভাবায়,
তুমি এলেই ওরা ছুটে পালাবে যেনো
চলে ওরা হাওয়ায়।
তোমার আশার সময় হলে
বলবে আমায় চুপি,
ওদের উপর একটু সময়
লাগিয়ে দেব ঝাপি।
এবার যদি ওরা যায় ফিরে
ফেরাবোনা আর পিছে,
তোমার মত করবোনা আমি
অভিনয় যত মিছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন