ফারজেয়ানা মোক্তাদের
মজার ও প্রিয় পানীয় তালিকায় সবার আগে যার নাম মনে আসে সে হল চা। চা গাছের দুটি পাতা একটা কুঁড়ি দিয়ে তৈরি হয় এই চা পাতা। এই কথা সবার জানা তোমার আরও ভাল জানার কথা। তুমি এখন অনেক পাতা একটি কুঁড়ি।
তোমার চারিদিকে পাতার ছড়াছড়ি। এত পাতাকে সামাল দিতে দিতে তোমার দেখি বেহাল দশা। এই ঝামেলা থেকে বেরিয়ে আস। তোমার নিজস্বতা বিলীন হতে বসেছে। স্ব-মহিমায় নিজেকে উজ্জ্বল কর। সূর্য কারো একার না। সে নিজের মর্জিতে চলে। তোমার চলা হোক তেমন। কারো কাছে তুমি হারতে যেও না। আমার তা একদম ভাল লাগবে না। এ দেখার আগে আমার মরে যাওয়া ভাল। তোমার সুবাসে আমাদের সুভাসিত কর, তোমার আলোয় আলোকিত কর। তোমার বৃষ্টিতে স্নান করতে চাই, বাতাসে শরীর জুড়াতে দাও আর ভালবাসায় আরো বেশি করে ভালবাসতে দাও।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন