শনিবার, ৯ জুন, ২০১৮

৫ম স্থান অধিকারীর রোজনামচা

  

॰পুষ্প; পরিচিতি, প্রেরণা অার প্রত্যাশা॰


     এই প্রথম পুষ্পের জন্য কিছু লিখতে বসলাম৷ শুধু যে পুষ্পের জন্যই, কথাটা ভুল৷  বরং অনেকটা নিজের জন্য৷ কারণ, অামার লেখা ছাড়াও পুষ্প ঠিকই পাঠক হৃদয়ের ভালবাসা অর্জন করবে৷ অামি শুধু পারবোনা তার থেকে কিছু হাসিল করতে৷
       পুষ্পের (পুষ্প সমগ্র) সাথে যখন অামার প্রথম দেখা হয় ৷ তখন অামি হেদায়াতুন্নাহু জামাতের ছাত্র৷ একজনের কাছ থেকে নিয়ে পড়েছিলাম৷ ছোটবেলা থেকেই বিভিন্ন কিতাবাদি পড়ার অভ্যাস ছিল৷ পড়েছিও অনেক৷

      কিন্তু পুষ্পের ভাললাগাটা ভাষা ও শব্দের সীমাবদ্ধতার মাঝে বর্ণনা করা সত্যি অসম্ভব৷ অপরিসীম অানন্দের অনুভূতি নিয়ে পড়তাম৷ পড়াশোনা অার ঘুমের ফাঁকে অবসর পেলেই স্নিগ্ধ কোমল হাতের স্পর্শে ছুঁয়ে দেখতাম পুষ্পের পাপড়িগুলো৷ মুগ্ধ বিস্ময়ে, মধুর নির্বাকতায় মন উড়ে যেত এ পুষ্প উদ্যানের মালির পানে৷
      অার "দরদী মালী"! তাকে তো অামি সেই ছোট্ট বেলায় দেখেছি "শিশু অাকীদা সিরিজ" এর উদ্যানে৷ তখন অামি মালীকে চিনতে পারিনি৷ তাই বিশৃঙখলভাবে শুধু পুষ্প উদ্যানে বিচরণই করেছি৷ কভু পরিচর্যা করতে পারিনি৷
       দিবানিশির অমোঘ বিবর্তনে কেটে গেল কয়েক বছর৷ হঠাৎ একদিন শুনলাম, পুষ্পের তৃতীয় প্রকাশনা বের হয়েছে "অারাকান সংখ্যা" নামে৷ হৃদয়ের শান্ত সরোবরে মৃদু ঢেউ খেলে গেল৷ দ্রুত সংগ্রহ করেই পড়া শুরু করলাম৷ খুঁজে পেলাম সত্যিকারের দরদী মালীকে মাজলুম অারাকানীদের পাশে৷ মাস পেরোতেই হাতে এলো ২য় সংখ্যা "অাল কুদস" নামে৷ এবার পরিচয় পেলাম বাতিলের বিরুদ্ধে ক্ষুরধার কলম সৈনিকের৷ যথারীতি পরবর্তী মাসে নিয়মিত সংখ্যাটিও হাতে পেলাম৷
        এবার অামার মন বলতে লাগলো, এভাবে অার নয়৷ এবার তোমাকে পুষ্পমালীর থেকে কিছু নিতেই হবে৷ নিতে হবে, পুষ্পের সুবাস অার পাপড়িও, নিজের জীবনকে সুবাসিত করার জন্য৷ অবশেষে পুষ্পকে পাশে রেখে সাহস হলো দু'কলম লেখার৷ অতঃপর পুষ্পমালীকে যে মহান সত্তা এ পুষ্প দান করেছেন, তাঁর কাছে পুষ্প-মালী উভয়ের সুদীর্ঘ হায়াত কামনা করে বুকভরা অাশা নিয়ে অপেক্ষায় রইলাম পরবর্তী সংখ্যার..
রাত:১১.১২মি.
৭/৪/২০১৮ই.
রোজ শনিবার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

নতুন লেখাগুলো পড়ুন...

      দুশ্চিন্তার চিকিৎসা   মূল: রশিদ আহমদ লুধিয়ানভি উর্দু: مفتی رشید احمد لدھیانوی ‎‎ জন্মঃ ২৬ সেপ্টেম্বর ১৯২২ মৃত্যু...