আমার ছোট্ট একজন নিলুপি আছে। চ্যাটে তার সাথে কথা হচ্ছিল একসময় বলল,"রোজীপু তোমার জীবনটা একটা উপন্যাস।" ওর কথা আমায় ভাবিয়ে তুললো। স্মৃতিরা মনের আয়নায় উকি দিয়ে যাচ্ছে, কিছু একসাথে কিছু এলোমোলো ভাবে। জীবনের সব কথাতো বলা যায় না। কিছু আনন্দ কিছু দুঃখ; শুধু একান্ত নিজের। মনের মনিকোঠায় রূপোর কৌটায় বন্ধ থাকে। যা খুলতে নেই, কাউকে বলতে নেই
নিলুপি শুধু আমি কেন; তুমি, আমি, প্রতিটি মানুষই এক একটা উপন্যাস। সুখ-দুঃখ নিয়েই তো মানুষের জীবন। এই জীবন উপন্যাসের ঘটনা কখন কোন দিকে মোড় নিবে তা সে নিজেও জানে না। লেখক তার উপন্যাস নিজের মনের মত করে সাজায়। আবার অনেক সময় লেখকের নিজের হাতেও নাকি গল্পের কাহিনী থাকে না। লিখতে চায় একরকম লেখা হয়ে যায় অন্যরকম।
কি জানি কথাটা সত্য কি না।নিলুপি শুধু আমি কেন; তুমি, আমি, প্রতিটি মানুষই এক একটা উপন্যাস। সুখ-দুঃখ নিয়েই তো মানুষের জীবন। এই জীবন উপন্যাসের ঘটনা কখন কোন দিকে মোড় নিবে তা সে নিজেও জানে না। লেখক তার উপন্যাস নিজের মনের মত করে সাজায়। আবার অনেক সময় লেখকের নিজের হাতেও নাকি গল্পের কাহিনী থাকে না। লিখতে চায় একরকম লেখা হয়ে যায় অন্যরকম।
বাস্তব জীবনের উপন্যাসের মোড় কখন কোন দিকে নিবে তা শুধু বিধাতাই জানেন। খুব সামান্য একটা ঘটনা জীবনের মোড় ঘুরিয়ে দেয়। ছোট্ট একটা ভুল জীবনকে তছনছ করে পথে নামিয়ে আনে। হিসেব করে মেপে মেপে কি আর জীবন সাজানো যায়। তবুও কোন সিদ্ধান্ত হুট করে রাগের মাথায় বা আবেগের বশে নিতে নেই। একটু ঠান্ডা মাথায় ভাল-খারাপ দুইদিক ভেবেই নিতে হয়। তকদিরের মালিক আল্লাহ্, কিন্তু বিবেচনার ভার নিজের উপর। তবুও ভুল হয়, ভুলই মানুষকে শিক্ষা দেয়।
এই আমি কি কখনো ভেবেছিলাম এত মানুষ আমাকে চিনবে, ৪০/৪৫বৎসর পর আবার লিখতে শুরু করব। fb তে এত ভালবাসার মানুষ পাব। এত মানুষ আমায় চিনবে। তাদের ভালবাসা আমাকে নুতন করে জীবনটাকে ভালবাসতে শেখাবে। তোমাদের সবার ভালবাসা আমায় নবীন করেছে। আরো অনেক দিন বাঁচার সাধ জাগছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন