শনিবার, ১৭ মার্চ, ২০১৮

স্বপ্ন দেখা


আমি আর তুমি মুখোমুখি
আমি চেয়ে দেখছি  বারবার
হাজার বার।
তোমার ঐ নয়নের কালো তারা।
স্বপ্ন  দেখেছি ঐ নয়ন জুড়ে,
নীলিমায় নয় ; রংধনু করেছে হেথায় খেলা।
স্বপ্ন  পূরণের সাধ ছিলো,
কিন্তু সাধ্য ছিলনা বুঝিতে,
যেথায় শিশিরের ন্যায় বিন্দু জল
বুঝিয়ে দিল;ঐ নয়ন জোড়া।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

নতুন লেখাগুলো পড়ুন...

      দুশ্চিন্তার চিকিৎসা   মূল: রশিদ আহমদ লুধিয়ানভি উর্দু: مفتی رشید احمد لدھیانوی ‎‎ জন্মঃ ২৬ সেপ্টেম্বর ১৯২২ মৃত্যু...