শনিবার, ১৭ মার্চ, ২০১৮

অপরূপ প্রজাপতি



প্রজাপতি! সাজলে তুমি
নতুন কনের মতো,
দেহ জুড়ে অলংকরণ
দেখছি তোমার কত।

ফুলের সাথে ফুল বাগানে
খুব তোমাকে মানায়,
হাসি মুখে তারা তোমায়
তাই স্বাগত জানায়।


তোমার এমন মাধুরিমা
ফুলের মত রুপ,
কে দিলো তা ভেবেছো কি
একটু হয়ে চুপ?

ভাবছি আমি ভাবছে খুকু
ভেবে দেখি এই,
আল্লাহ ছাড়া শিল্পী এমন
আর তো কেউ নেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

নতুন লেখাগুলো পড়ুন...

      দুশ্চিন্তার চিকিৎসা   মূল: রশিদ আহমদ লুধিয়ানভি উর্দু: مفتی رشید احمد لدھیانوی ‎‎ জন্মঃ ২৬ সেপ্টেম্বর ১৯২২ মৃত্যু...