প্রজাপতি! সাজলে তুমি
নতুন কনের মতো,
দেহ জুড়ে অলংকরণ
দেখছি তোমার কত।
ফুলের সাথে ফুল বাগানে
খুব তোমাকে মানায়,
হাসি মুখে তারা তোমায়
তাই স্বাগত জানায়।
তোমার এমন মাধুরিমা
ফুলের মত রুপ,
কে দিলো তা ভেবেছো কি
একটু হয়ে চুপ?
ভাবছি আমি ভাবছে খুকু
ভেবে দেখি এই,
আল্লাহ ছাড়া শিল্পী এমন
আর তো কেউ নেই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন