রুকাইয়া খাতুন তুলি
বিদায় বেলায় আর আজ বলার নেই কিছু,
হয়েছি সর্বহারা আমি ছুটে তোমার পিছু।
প্রথম দেখা হতে আজ এই অবধি,
পেয়েছি অবহেলা আর অযোগ্য উপাধি,
হয়েছি অপমানিত আমি হয়েছি নিচু,
তবু আমি শুধুই, ছুটেছি তোমার পিছু।
কোটিবার আমি তোমায় চেয়েছি অজস্র আঘাত সয়ে,
বিরহে কাতর হয়ে ভেবেছি তোমায় নিরালয়ে।
হয়তো আমার কুঁড়েঘর আর তোমার দালান উঁচু,
সব ব্যবধান ভুলে ছুটেছি তবুও তোমার পিছু।
তোমার শোকে ব্যথিত হৃদয় অশ্রু ঝরাতো আঁখি,
সত্যি কখনো ভালই বাসনি হওনি দুঃখের সাথী।
সুখের নয়া সংসার গড়েছো ভুলে গিয়ে সব কিছু,
আফসোস আর হাহাকার বুকেও ছুটেছি তোমার পিছু।
কখনো বোঝনি এই আমাকে বোঝনি অভিমান,
বারবার আমি ফিরেছি পিছু ছিলো মনের টান।
আমি দেখিনি আমি শুনিনি আমি বলিনি অনেক কিছু,
আমি জানিনি আমি বুঝিনি তবু ছুটেছি তোমার পিছু।
বিরহে কাতর হয়ে ভেবেছি তোমায় নিরালয়ে।
হয়তো আমার কুঁড়েঘর আর তোমার দালান উঁচু,
সব ব্যবধান ভুলে ছুটেছি তবুও তোমার পিছু।
তোমার শোকে ব্যথিত হৃদয় অশ্রু ঝরাতো আঁখি,
সত্যি কখনো ভালই বাসনি হওনি দুঃখের সাথী।
সুখের নয়া সংসার গড়েছো ভুলে গিয়ে সব কিছু,
আফসোস আর হাহাকার বুকেও ছুটেছি তোমার পিছু।
কখনো বোঝনি এই আমাকে বোঝনি অভিমান,
বারবার আমি ফিরেছি পিছু ছিলো মনের টান।
আমি দেখিনি আমি শুনিনি আমি বলিনি অনেক কিছু,
আমি জানিনি আমি বুঝিনি তবু ছুটেছি তোমার পিছু।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন