শনিবার, ২৮ এপ্রিল, ২০১৮

মা!...

হাজেরা জান্নাহ

 তোমাকে খুব মনে পড়ে। প্রায় সময়ই মনে পড়ে। তোমাকে বলা হয়না অার। অনেক মনে পড়ে। কান্না পায় ভীষণ! নিজেকে অনেক বেশি একলা মনে হয়। তোমার হাসিটা যখন চোখে ভাসে পৃথিবীর সব কিছু মিথ্যা লাগে। তুমি একবার চাইলে অামি সব ছেড়ে দিতে পারতাম মা!
কিন্তু তুমি তেমনভাবে কখনো চাওইনাই। গত রমজানে শুধু তুমি একবার নিষেধ করেছিলে, অামি লাগানো ভিসা পর্যন্ত বাতিল করে দিয়েছিলাম,চল্লিশ হাজার টাকা গচ্ছা দিয়ে, তুমি ভুলে গেছো? তার জন্য সেদিনও বকা খেলাম ভাইয়ার কাছে। তুমি কি একবারো অামাকে বুঝতে চেষ্টা করেছো মা? একবারও কি ভেবে দেখেছো অামি তোমাকে কতটা ভালোবাসি! সবসময় শুধু অামাকে বেপরোয়াই ভাবলে? অামি অনেক খারাপ তাইনা মা? ছোট থেকে তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তুমি মাফ না করলে অামার সবকিছু বরবাদ হয়ে যাবে। অামি তোমাকে অনেক জ্বালিয়েছি এটা সত্যি, কিন্তু তারচেয়ে বড় সত্যি অামি তোমাকে অনেক ভালোবাসি মা! এটাতো বিশ্বাস করো একটু! অামার অার কিচ্ছু চাইনা। অামি প্রতিটা দিন তোমার ফোনের অপেক্ষা করি জানো? সেদিন তোমার ফোন পেয়ে এত দ্রুত রিসিভ করলাম। ভাবলাম তুমি হয়ত রাগ করে হলেও বলবা, বাড়ী অায় তাড়াতাড়ি! অার অামিও ছুটে যাবো তোমার কাছে। কিন্তু নাহ, অাবার সেই........!! অামি এখনো তোমার একটা ডাকের অপেক্ষায় অাছি মা! তুমি একবার বললে অামি অামার সবচেয়ে প্রিয় কাউকেও ছেড়ে দিতে পারবো, তবুও যদি একটু ভালোবাসো মা!

 ইতি---
 তোমার খারাপ মেয়েটা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

নতুন লেখাগুলো পড়ুন...

      দুশ্চিন্তার চিকিৎসা   মূল: রশিদ আহমদ লুধিয়ানভি উর্দু: مفتی رشید احمد لدھیانوی ‎‎ জন্মঃ ২৬ সেপ্টেম্বর ১৯২২ মৃত্যু...