শনিবার, ২৮ এপ্রিল, ২০১৮

ছড়ায় ছন্দে মূর্ধন্য ণ এবং দন্ত্য ন এর ব্যবহার শিক্ষা

দন্ত্য-ন আর মূর্ধন্য-ণ
বসবে কোথায় কখন
ন-ত্ব বিধান জানলে পরে
বুঝতে পাবে তখন।
ঋ,র,ষ তিন বর্ণের পরে
মূর্ধন্য-ণ হয়,
ঋণ, রণ,কৃষ্ণ ভাষণ
তারই পরিচয়।

প্র, পরা, পরি,নির
উপসর্গের পরে
মূর্ধন্য-ণ বসিয়ে দিলে
সুখ পাবে অন্তরে।
প্রণাম, প্রণিধান,নির্ণয়
উদাহরণ তার,
প্রণোদিত, পরিণীত
লিখবে বারংবার।
ট-বর্গ যুক্ত 'ন'
মূর্ধন্য-ণ হয়,
অবগুণ্ঠন,কণ্টক,বন্টন
লিখতে নাহি ভয়।
স্বরবর্ণ, ক-প বর্গ
ঋ,র,ষ- এর পর
য,হ,ব বা থাকে যদি
দেখো অনেস্বর(ং)
পরবর্তি দন্ত্য-ন-এ
মূর্ধন্য-ণ দাও,
গ্রহণ, দর্পণ, প্রবণ, হরিণ
উদাহরণ তার নাও।
লক্ষণ, ভক্ষণ, রুগ্ন, কৃপণ
নির্মাণ বানান জানো,
ক্রিয়া পদে দন্ত্য-ন
সে কথাটি মানো।
করেন, ধরেন, গড়েন, এবং
লড়েন লেখো তাই,
ত-বর্গ যুক্ত 'ন'- এ
মূর্ধন্য-ণ নাই।
বৃন্ত, বৃন্দ, গ্রন্থ, বন্ধন
ক্রন্দন এবং অন্ধ
পূর্ব, অপর এর পর
অহ্নে নাহি দ্বন্দ্ব।
মূর্ধন্য-ণ দিয়ে তখন
পূর্বাহ্নই লেখো
ইংরেজি শব্দে 'ন'
সেটা এবার শিখো।
কোরআন, ইরান, জার্মান, বার্লিন
তারই পরিচয়
র,ষ,প-এর পর আয়ন
দেখে নাহি ভয়।
কৃতজ্ঞতায়ঃ কবি শামছুল করিম

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

নতুন লেখাগুলো পড়ুন...

      দুশ্চিন্তার চিকিৎসা   মূল: রশিদ আহমদ লুধিয়ানভি উর্দু: مفتی رشید احمد لدھیانوی ‎‎ জন্মঃ ২৬ সেপ্টেম্বর ১৯২২ মৃত্যু...