রবিবার, ২৯ এপ্রিল, ২০১৮

জীবনের খেলাঘরে

মাতাল হাওয়ায় নৌকা দোলে
ঢেউয়ের উপর ঢেউ,
নীল দরিয়ায় ডুবছি আমি
হাতটা ধর কেউ।

দক্ষিণাতে বসেছে যেন
সিঁদুর মেঘের মেলা,
এবারি বুঝি সাঙ্গ হবে
আমার জীবন লীলা।


নীল দরিয়ায় একলা আমি
বিরাট বড় ঢেউ,
হাঁক ছাড়িয়া ডাকছি শোন
হাতটা ধর কেউ!

হাতটা ধর কেউ আমার
জল যে ওঠে নায়ে,
হাল ছাড়িয়া বৈঠা ধরি
বাঁচি কি উপায়ে?

বাঁচার আশায় নিরাশ হয়ে
চক্ষু দুটি বুজে,
অতল ঢেউয়ের মাঝে হঠাৎ
হাতটা পেলাম খুঁজে।

নীল দরিয়ায় ঢেউয়ের তলায়
ঝাপসা চোখে দেখি,
ছায়ার মত কে যেন আমায়
তুলছে টানি একি!

কে সে জন, মৃত্যু দূত!
নাকি বন্ধু আপন জন?
ঘুম থেকে তাই লাফিয়ে উঠে
ভাবছি এতক্ষণ।

বিদ্যুৎটা চলে গেছে
বাহিরে ভিষণ ঝড়,
জীবন আমায় সুযোগ দিল
আরেকটু খেলা কর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

নতুন লেখাগুলো পড়ুন...

      দুশ্চিন্তার চিকিৎসা   মূল: রশিদ আহমদ লুধিয়ানভি উর্দু: مفتی رشید احمد لدھیانوی ‎‎ জন্মঃ ২৬ সেপ্টেম্বর ১৯২২ মৃত্যু...