রবিবার, ২২ এপ্রিল, ২০১৮

রোজনামচার পাতা থেকে

 সময় অসময়ে হারিয়ে যাই আমি প্রকৃতির মহারাজ্যে৷ সেখানে গিয়ে আমি অচিন পাখির মত ঘুরে বেড়াই৷ সামান্য খাবার আমার ভাগ্যে জুটে না৷ উদ্ভ্রান্ত হয়ে দিকবিদিক আমি ছোটাছুটি করি৷ পিপাসার মুহূর্তটুকুও আমার কাছে যেন অদ্ভুত মনে হয়৷
পিপাসা নিবারণের জায়গাটিও যেন আমি খুঁজে পাই না৷ পরিচিত স্থানগুলো আমার কাছে অপরিচিত হয়ে ওঠে৷ এখন আমি সম্পূর্ণ এক।  নিঃসঙ্গ৷ উড়াল দিয়ে একটি গাছের ডালে গিয়ে বসে পড়লাম৷ সন্ধ্যা ঘনিয়ে এসেছে৷ সূর্যটা ডুবুডুবু ভাব নিয়েছে৷ আলো ক্রমেই কমে যাচ্ছে৷ এখন যেন নতুন এক অবস্থার পরিবর্তন হতে চলছে৷ চারদিকে অন্ধকারচ্ছন্নতা ধেয়ে আসছে৷ অপরদিকে চাঁদটি যেন মুচকি হেসে আনন্দে নৃত্য করে বেড়াচ্ছে৷ তার স্নিগ্ধ আলোয় পুরো দুনিয়া আলোকিত৷ এর মধ্য দিয়েই লোকালয়ের জমাটবদ্ধতা ধীরে ধীরে দৃষ্টির অগোচরে চলে যাচ্ছে৷ পরিবেশটা একেবারে সুনসান, অনুকূল৷ সবাই ক্লান্তির গ্লানি থেকে বেরিয়ে অনাবিল শান্তির জায়গায় আসন গ্রহণ করছে৷ আমি এখন মুক্ত প্রতিকুল পরিবেশে আছি৷ আশেপাশে আরো অনেক পাখিদের সমাবেশ৷ তারা মধুর সুরে গান গাচ্ছে৷ গাচ্ছে তার স্রষ্টার স্তুতি ৷ প্রশংসার বাণী শুনাচ্ছে৷ গাছের পাতাগুলো হালকা নড়ছে৷ মনে হচ্ছে তারাও যিকির করছে তাদের প্রভুর৷ আমি এই দৃশ্য দেখে অভিভূত হই৷ বিস্মিত হই৷ আর নিজেকে ধিক্কার দেই৷ কোথায় তোর অবস্থান আর এ পাখির অবস্থান? এখান থেকে শিক্ষা গ্রহণ কর্!!! (মারগুব ইরফান-২১/৪/২০১৮ইং)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

নতুন লেখাগুলো পড়ুন...

      দুশ্চিন্তার চিকিৎসা   মূল: রশিদ আহমদ লুধিয়ানভি উর্দু: مفتی رشید احمد لدھیانوی ‎‎ জন্মঃ ২৬ সেপ্টেম্বর ১৯২২ মৃত্যু...