মঙ্গলবার, ২০ মার্চ, ২০১৮

হায় সিরিয়া !


শাহজালাল দেওবন্দী


সিরিয়ার প্রাচীন নাম হলো শাম, যা এক সময় তাওহীদ ও রিসালাতের পয়গামের মারকাজ ছিলো। যেখানে বহু নবী রাসুলের আগমন ঘটেছে৷ ফিলিস্তিন , লেবানন ,জর্ডান ছিলো শামের ভূখন্ড ৷ মোট জনসংখ্যা দুই কোটি যার পঁচাত্তর ভাগ সুন্নি মুসলমান  দশ ভাগ খ্রিস্টান। বাকী শিয়া ৷ ক্ষেত্রফল হিসাবে পৃথিবীর ৮৯ তম স্থান
ফলফ্রুটের জন্য যার মাটি খুবই উর্বর।  সেখান থেকেই দাজ্জালের আবির্ভাব ঘটবে৷ হাদীসে এসেছে যখন আহলে শামের উপর বিপর্যয় আসবে তখন সারা পৃথিবী থেকে বরকত উঠে যাবে ৷ ১৯৬০ সাল থেকেই বাশার আল আসাদের বংশ পরম্পরায় ক্ষমতায় অধিষ্ঠিত ৷ ২০১১ সালে নব্য হিটলার বাশার আল আসাদ ক্ষমতা গ্রহণের পর থেকেই  সুন্নি মুসলিমদের উপর নির্যাতনের স্টিমরোলার চালু শুরু করে  ৷ আই এস নামক জঙ্গি সংগঠনের উত্থান তারই হাতের ফসল ৷ এই সাত বছরে প্রায় তিন লক্ষ আশি হাজার মুসলিমকে শহীদ করে দেয় ৷ বিশ লক্ষ জনগণ বিভিন্ন দেশে স্বরণার্থী হয়ে আছে ৷
সেই সিরিয়ার পূণ্যভূমিতে আজ আবারো ইতিহাসের সবচেয়ে জঘন্যতম নির্মম হত্যাযজ্ঞ চালানো হচ্ছে ৷ গত পাঁচদিনে প্রায় ছয় হাজার মানুষ শহীদ হয় , এদের  প্রত্যক্ষভাবে সহযোগিতা করছে রাশিয়া পরোক্ষভাবে সহযোগিতা করছে ইরান , আমেরিকা ৷

আমার মুসলিম ভাই-বোনদের কান্নায় সিরিয়ার আকাশ-বাতাস ভারি হয়ে যাচ্ছে ৷ মুসলিমদের রক্তে সিরিয়া আজ প্লাবিত৷
আকাশ থেকে বিমান হামলায় জ্বালিয়ে দিচ্ছে মুসলিমদের ঘরবাড়ী , ভেঙ্গে দিচ্ছে পরিবার সমাজ ব্যাবস্হা৷
বাবার কাঁধে সন্তানের লাশ, স্ত্রীর কাঁধে স্বামীর লাশ। হাহাকার আর হাহাকার ৷ আত্মীয়তার সমস্ত বন্ধন নিশ্চিহ্ন হচ্ছে ৷
দুধের শিশুরাও রেহাই পাচ্ছেনা নিষ্ঠুর জালেম আসাদ বাহীনির পৈশাচিক রোষানল থেকে ৷ কী অপরাধ ছিল ফুলের মত নিষ্পাপ শিশুগুলোর ৷ যাদের হাতে আজ খেলনা থাকার কথা ছিলো, তাদের বুকে আজ অস্ত্রের ঝনঝনানি ৷ আদৌ কি তাদের অপরাধের কথা বোধগম্য হবে? লুন্ঠিত হচ্ছে মা-বোনদের ইজ্জত - আব্রু ৷
কী অপরাধ ছিলো আমার ভাই-বোনদের জবাব চাই৷
মুসলিম বিশ্ব নিরব কেন জবাব চাই ৷
জাতিসংঘের নামে জাতির ধ্বংস নিরব কেন জবাব  চাই ৷
ও আই সি নিরব কেন জবাব চাই ৷
আমাদের মনে রাখতে হবে
প্রত্যেক পতন নতুন উত্থানের দুয়ার খোলে দেয়, প্রতিটা রক্তের ফোঁটার চড়া মূল্যে পরিশোধ করতে হবে৷
সময় এবং পরিস্থিতি যে কোন সময় পরিবর্তন হতে পারে,
তোমরা অপেক্ষায় থাকো আমরা আসছি ৷
হে সালাউদ্দিন আইয়ুবী হে তারেক বিন যিয়াদ
হে মুহাম্মদ বিন কাসেম হে ওসামা বিন লাদেন
তোমরা আবার হুংকার ছাড়ো সিরিয়ার মাটি থেকে
সিরিয়াকে কলঙ্কমুক্ত করো , আমিন ৷
27/2 /2018 ইং

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

নতুন লেখাগুলো পড়ুন...

      দুশ্চিন্তার চিকিৎসা   মূল: রশিদ আহমদ লুধিয়ানভি উর্দু: مفتی رشید احمد لدھیانوی ‎‎ জন্মঃ ২৬ সেপ্টেম্বর ১৯২২ মৃত্যু...