মারুফ চৌধুরী
গ্রুপে যতো দেখা
সব ভালো লেখা
মোর মাথা ফাঁকা
হয়ে গেছি একা।
সব ভালো লেখা
মোর মাথা ফাঁকা
হয়ে গেছি একা।
নকলের ভীড়ে
চলি ধীরেধীরে
লেখকের নীড়ে
আসি ঘুরেফিরে।
চলি ধীরেধীরে
লেখকের নীড়ে
আসি ঘুরেফিরে।
চেষ্টায় আছি
যে ক'দিন বাঁচি
কবিতাটা রচি
রবো কাছাকাছি।
যে ক'দিন বাঁচি
কবিতাটা রচি
রবো কাছাকাছি।
মিলবেনা তাল
হবে গোলমাল
হয়ে বেসামাল
ছাড়বোনা হাল।
হবে গোলমাল
হয়ে বেসামাল
ছাড়বোনা হাল।
ভুলগুলো দেখে
যা বলুক লোকে
দেখবোনা চোখে
মরবোনা শোকে।
যা বলুক লোকে
দেখবোনা চোখে
মরবোনা শোকে।
আম পাবলিক
সবে দেবে ধিক
যতো গালি দিক
তবু আমি ঠিক।
সবে দেবে ধিক
যতো গালি দিক
তবু আমি ঠিক।
তুলিয়া আওয়াজ
বলে যাই আজ
ভুলে গিয়ে লাজ
করে যাবো কাজ।
বলে যাই আজ
ভুলে গিয়ে লাজ
করে যাবো কাজ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন