রবিবার, ১৮ মার্চ, ২০১৮

বিবাচ- পঁয়ত্রিশ



একজনের বাড়ির ‘আংগীনা’ দেখে ভাবলাম অনেকেরই হয়ত ‘আঙ্গিনা’য় সমস্যা আছে। তাই আজকের বিবাচে সেই অনেকের আঙ্গিনা ঠিক করতে নাসিক্যবর্ণ সম্পর্কে কিছু লিখি।
নাসিক্য বা অনুনাসিক ধ্বনি কী এবং এগুলোর ব্যাবহার কীরূপ?
ঙ, ঞ, ণ, ন, ম এগুলোই হল নাসিক্য ধ্বনি। এই বর্ণগুলো যে ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হবে সেই ব্যঞ্জন বর্ণের অনুগামী হবে।
অনেকেই মনে-মনে বলছেন ‘‘কীসব প্যাঁচায়া-প্যুঁচায়া বললেন কিছুই বুঝি নি।’’
যাদের মাথা চুলাকয় তাদেরকে বলছি, ক বর্গের কোন বর্ণের আগে যদি কোন নাসিক্য যুক্ত হয় তাহলে ক বর্গে যে নাসিক্য আছে সেটিই যুক্ত হবে। অতএব অংক লিখলে ভুল হবে। অঙ্ক হবে সঠিক। যেহেতু ক বর্গের নাসিক্য হল ঙ।
এবার আপনারা বলুন তো ‘আঙ্গিনা’য় কোন নাসিক্য এসেছে গ'র সাথে এবং কেন এসেছে?
বাকি নাসিক্যবর্ণগুলোর উদাহরণও আপনারা বের করে দিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

নতুন লেখাগুলো পড়ুন...

      দুশ্চিন্তার চিকিৎসা   মূল: রশিদ আহমদ লুধিয়ানভি উর্দু: مفتی رشید احمد لدھیانوی ‎‎ জন্মঃ ২৬ সেপ্টেম্বর ১৯২২ মৃত্যু...