রবিবার, ১৮ মার্চ, ২০১৮

শূন্যের দাম



কে এম ইমরান হুসাইন




ডান হতে এক শূন্য নিয়ে
এক হয়েছে দশ,
শূন্য হাতে দুই বলে
আমি দশের বস।
তিন বলে আমি বড়
তোদের আমি রাজা,
শূন্য কাঁধে চার বলে
তোরা আমার প্রজা।

শূন্যের গুণে পাঁচ বলে
অর্ধশতক আমি,
বড়াই করে ছয় বলে
আমি সবার দামী।
শূন্য মাথায় সাত বলে
আমি সবার দাদা,
নয় বলে নব্বই আমি
বুঝিসনে কেন গাধা?
দুই হাতে দুই শূন্য নিয়ে
এক বলে হেসে,
গেলাম আমি শ্বশুর বাড়ি
থাক তোরা বসে।
সবাই মিলে যুক্তি করে
কি করা যায় ভাই?
একের কথা না শুনলে
রক্ষা যে আর নাই।
বুদ্ধিবলে এক হলেন
রাজা মহাশয়,
সেদিন থেকে সংখ্যা সবাই
এককে করে ভয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

নতুন লেখাগুলো পড়ুন...

      দুশ্চিন্তার চিকিৎসা   মূল: রশিদ আহমদ লুধিয়ানভি উর্দু: مفتی رشید احمد لدھیانوی ‎‎ জন্মঃ ২৬ সেপ্টেম্বর ১৯২২ মৃত্যু...