শাহাদত হুসাইন ইমন
বেলা গড়িয়ে,
যখন আমি পৌঁছাই তোমার মনের আঙ্গিনায়,
তখন ঠিক সন্ধ্যা।
জলপাই রঙের অন্ধকার আলো নেমেছে চারিদিকে।
যখন আমি পৌঁছাই তোমার মনের আঙ্গিনায়,
তখন ঠিক সন্ধ্যা।
জলপাই রঙের অন্ধকার আলো নেমেছে চারিদিকে।
চেয়ে দেখলাম;
তোমার মনের আকাশে গোধূলিরা নেই,
হয়তো আমাকে তাদের পছন্দ হয় নি।।
তোমার মনের আকাশে গোধূলিরা নেই,
হয়তো আমাকে তাদের পছন্দ হয় নি।।
কিন্তু ঝড় উঠবে এখনই,
হয়তো আমি আছি বলেই।
তবে কি তা অনাকাঙ্ক্ষিত?
তোমার মনের আকাশ জুড়ে বিদ্যুৎচমক,
জানান দেয় তুমি তৈরি ছিলে না।
দু'চোখ জুড়ে তোমার আবেগের বৃষ্টি,
আমার সব ক্লান্তি, আবসাধ ধুয়ে নেয়।
তোমার গালের রক্তিম আভা,
ভীরু ঠোঁট জোড়ায় গোলাপি নেশা।
তবে কি তুমি এখনো আমায় ভালোবাসো!
উত্তরটা জানা হয় নি আজও।
জানান দেয় তুমি তৈরি ছিলে না।
দু'চোখ জুড়ে তোমার আবেগের বৃষ্টি,
আমার সব ক্লান্তি, আবসাধ ধুয়ে নেয়।
তোমার গালের রক্তিম আভা,
ভীরু ঠোঁট জোড়ায় গোলাপি নেশা।
তবে কি তুমি এখনো আমায় ভালোবাসো!
উত্তরটা জানা হয় নি আজও।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন