আবুল হোসেন সরকার
নৈতিক সৈনিক,সত্যের সৈনিক
কোথায় তোরা? এসে দাড়া
পাড়া মহল্লার মোড়ে মোড়ে
ধরতে হবে তাদের
করতে হবে খতম তাদের
কঠোর হাতে করতে হবে দমন
ঐ অনৈতিক রাজনীতিবিদদের
চলছে যাদের ধর্ষণের মহড়া।
আমাদেরই করতে হবে
আমাদের পাড়া
কড়া হাতে পাহারা।
কোটা করে দলিয় চরে
গেছে ভরে রাষ্ট্রীয় প্রশাসন,
এসেছে সময় নিতে একশন।
একশন,একশন একশন
কোথায় তোরা? এসে দাড়া
নৈতিক সৈনিক, সত্যের সৈনিক
কিসের রাজনীতি কিসের দল
সমাজ করতে হবে ঘঠন প্রথম
রাজনীতি চলে গেছে বখাটেদের হাতে
তাদের উত্পাত করতে হবে উত্খাত
আয় তোরা দিতে হবে সাড়া
ঘরে ঘরে দেব মোরা কড়া নাড়া
গড়ে তুলতে হবে আমাদের সামাজিক বিপ্লব,
বিপ্লব,বিপ্লব,বিপ্লব।
বাজাও হুইসেল, জড় হই সবে মোরা করি তাড়া
সমাজ হতে ঐ বখাটেদের।
ভয় কিসের?তাদের হাতে থাকতে পারে যদি অস্ত্র
জনতার একতা তাদের করে ছাড়ব মোরা নিরস্ত্র।
বিবস্ত্র করে ছাড়তে হবে
ঐ অনৈতিক রাজনীতিবিদদের।
নৈতিক সৈনিক,সত্যের সৈনিক
কোথায় তোরা এসে দাড়া
পাড়া মহল্লার মোড়ে মোড়ে
আমাদের পাড়া আমাদেরই করতে হবে
কড়া হাতে পাহারা।
রাজনীতিবিদ সন্ত্রাসের আখড়া
তারা করে ভীতির রাজনীতি আতঙ্বাজী
খায় ডিগবাজি সমাজের চোখে
বলি না, রাজনীতিবিদদের দাঙ্গাবাজি চরিত্রে।
রাজপথে আর নয় লগি-বৈঠা
আমাদের এই সমাজ কে দেখাতে হবে পথ সভ্যতার।
করতে হবে বর্জন রাজনীতিতে বর্বরতার।
শিখাতেই হবে রাজনীতিবিদদের সভ্যতা,
সভ্যতা,সভ্যতা,সভ্যতার বিপ্লব,সামাজিক বিপ্লব।
কোথায় তোরা? এসে দাড়া
পাড়া মহল্লার মোড়ে মোড়ে
ধরতে হবে তাদের
করতে হবে খতম তাদের
কঠোর হাতে করতে হবে দমন
ঐ অনৈতিক রাজনীতিবিদদের
চলছে যাদের ধর্ষণের মহড়া।
আমাদেরই করতে হবে
আমাদের পাড়া
কড়া হাতে পাহারা।
কোটা করে দলিয় চরে
গেছে ভরে রাষ্ট্রীয় প্রশাসন,
এসেছে সময় নিতে একশন।
একশন,একশন একশন
কোথায় তোরা? এসে দাড়া
নৈতিক সৈনিক, সত্যের সৈনিক
কিসের রাজনীতি কিসের দল
সমাজ করতে হবে ঘঠন প্রথম
রাজনীতি চলে গেছে বখাটেদের হাতে
তাদের উত্পাত করতে হবে উত্খাত
আয় তোরা দিতে হবে সাড়া
ঘরে ঘরে দেব মোরা কড়া নাড়া
গড়ে তুলতে হবে আমাদের সামাজিক বিপ্লব,
বিপ্লব,বিপ্লব,বিপ্লব।
বাজাও হুইসেল, জড় হই সবে মোরা করি তাড়া
সমাজ হতে ঐ বখাটেদের।
ভয় কিসের?তাদের হাতে থাকতে পারে যদি অস্ত্র
জনতার একতা তাদের করে ছাড়ব মোরা নিরস্ত্র।
বিবস্ত্র করে ছাড়তে হবে
ঐ অনৈতিক রাজনীতিবিদদের।
নৈতিক সৈনিক,সত্যের সৈনিক
কোথায় তোরা এসে দাড়া
পাড়া মহল্লার মোড়ে মোড়ে
আমাদের পাড়া আমাদেরই করতে হবে
কড়া হাতে পাহারা।
রাজনীতিবিদ সন্ত্রাসের আখড়া
তারা করে ভীতির রাজনীতি আতঙ্বাজী
খায় ডিগবাজি সমাজের চোখে
বলি না, রাজনীতিবিদদের দাঙ্গাবাজি চরিত্রে।
রাজপথে আর নয় লগি-বৈঠা
আমাদের এই সমাজ কে দেখাতে হবে পথ সভ্যতার।
করতে হবে বর্জন রাজনীতিতে বর্বরতার।
শিখাতেই হবে রাজনীতিবিদদের সভ্যতা,
সভ্যতা,সভ্যতা,সভ্যতার বিপ্লব,সামাজিক বিপ্লব।
১৭/৩/২০১৮ইংরেজি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন