সোমবার, ১৯ মার্চ, ২০১৮

রিভিও (সুহৃদ)

স্বপ্নবাজ মানুষ

উপন্যাসঃ সুহৃদ
লেখকঃ সাইমুনা তারিন
ঘরানাঃ সমকালীন উপন্যাস
প্রকাশনায়ঃ বলাকা প্রকাশন
মুদ্রন মূল্যঃ ২৮০ টাকা
পৃষ্ঠা সংখ্যাঃ ১৬০
প্রকাশকালঃ একুশে বইমেলা ২০১৮
কয়েকদিন আগে একটা রিভিউ লিখে কিছুটা সাড়া পেয়েছি। তাই সাহস করে আরেকটা লিখছি, যদিও আমি জানি আমি ভালো রিভিউ লিখতে পারি না।
এবারের বই কথাসাহিত্যিক সাইমুনা তারিন এর উপন্যাস 'সুহদ'। বলতে বাধা নেই আমি এই লেখকের লেখার ভক্ত হয়ে গেছি। প্রথম উপন্যাস 'অন্তরালের মুখগুলো' পড়েই আরেকটি বই পড়ার ইচ্ছে হয়। এটি আমার পড়া লেখকের তৃতীয় উপন্যাস।

এই উপন্যাসের কাহিনী আবর্তিত হয়েছে একজন ফটো সাংবাদিকের অপহরণ নিয়ে। একটি রাজনৈতিক পরিবারের কালো অধ্যায় মানুষের সামনে নিয়ে আসার শাস্তি হিসেবে সে অপহৃত হয়। তাকে উদ্ধারের চেষ্টা চালায় তারই সহকর্মী এবং স্ত্রী মাহিন, যাকে পূর্ন সহযোগিতা প্রদান করে তাদের আরেক পুরুষ সহকর্মী তৌফিক।এই উদ্ধার প্রক্রিয়া চালাতে গিয়ে মাহিন এবং তৌফিককে অনেক কাঠ খড় পোড়াতে হয়, অনেক কৌশলের আশ্রয় নিতে হয়। দুজনের মধ্যে ভালো একটা সমঝোতাপূর্ণ বন্ধুত্বও তৈরি হয় সময়ের স্রোতে। একদিকে অপহৃত ব্যাক্তি তার পরিবারে মাঝে ফিরে আসে কিনা, আরেকদিকে মাহিন এবং তৌফিকের সম্পর্কটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়-- এই দুটি পরিণতি দেখার অদম্য স্পৃহা পাঠককে উপন্যাসের শেষ পর্যন্ত টেনে নিয়ে যায় অতি অল্প সময়ে। ১৬০ পৃষ্ঠার উপন্যাসটি পাঠকে অখন্ড মনোযোগে ধরে রাখে, যা এই লেখকের লেখনীর একটি বৈশিষ্ট বলে আমার মনে হয়। তার আগের লেখাগুলোর মতোই এই বইতেও উঠে এসেছে সমাজের নানা অনিয়ম, ক্ষমতার অপব্যাবহার এবং দুর্বলের অপর সবলের অত্যাচার। উঠে এসেছে আত্মীয়তার এবংবন্ধুত্বের বন্ধন। উঠে এসেছে মানবপ্রেমের কথা, ভালোবাসার নানা অনুভূতির কথা। বইটি এবারের বইমেলায় লেখকের আরো দুটি উপন্যাসের সাথে পাঠকের হাতে এসে পৌঁছেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

নতুন লেখাগুলো পড়ুন...

      দুশ্চিন্তার চিকিৎসা   মূল: রশিদ আহমদ লুধিয়ানভি উর্দু: مفتی رشید احمد لدھیانوی ‎‎ জন্মঃ ২৬ সেপ্টেম্বর ১৯২২ মৃত্যু...