রবিবার, ১৮ মার্চ, ২০১৮

রিভিও (কাব্যগ্রন্থ- হৃদয়ের এপার ওপার )

শবনম চৌধুরী

কবি -- মনজু আলম
প্রকাশনায় -- নন্দিতা প্রকাশ
প্রকাশকাল -- অমর একুশে গ্রন্থমেলা ২০১৮
মলাট মূল্য -- ১৫০ /
একটা চিঠি আসা যাওয়ার লাগতো মেলা দিন
ফুটতো খোঁচা বুকের ভেতর, ব্যাকুলতার পিন।
চিঠি লেখার পড়ে দেখার ফিলিংস ছিল ভিন্ন
আজ তো ওসব গল্প কথা, সেসব স্মৃতি ছিন্ন।
এন্ড্রয়েটেই সব হয়ে যায় ভাব বিনিময় গল্প
বন্ধু হওয়া চুটকি যেন সময় লাগে অল্প।
এমন বন্ধু কদিন টিকে, দুদিন পরেই লাগে ফিকে,
আবার নতুন কেউবা আসে, হাতে গোনা ক'দিন হাসে!
★( কবিতাংশ --  ডিজিটাল)
    বৈচিত্র্যময় বিষয়, অনন্য শব্দচয়ন, ছন্দময় অন্ত্যমিলে সমৃদ্ধ, কাব্যরসে টইটুম্বুর সহজ সাবলীল ভাষায় মোট ৬৪ টি কবিতা নিয়ে কাব্যগ্রন্থ 'হৃদয়ের এপার ওপার'।
কথায় আছে -- 'কবিরা সমাজের দর্পণ।'

কবি মনজু আলম মূলত ছড়াকার হিসেবে পরিচিত। তবে 'হৃদয়ের এপার ওপার' নামকরণ ও প্রচ্ছদ দেখে সহজেই বুঝে নেয়া যায় কাব্যগ্রন্থটি মোটেও শিশুতোষ নয়। কবি তাঁর বিভিন্ন সময়ের আবেগের ভিন্ন ভিন্ন রূপ ও মাত্রার সমন্বয়ে কল্পনাশক্তির নিখুঁত প্রয়োগে অন্ত্যমিলের সাথে ছন্দের মিলন ঘটিয়ে অকপটে খেলেছেন 'হৃদয়ের এপার ওপার গ্রন্থে ; এবং তাতে  অবশ্যই সুস্থধারা বজায় রাখতেও সক্ষম হয়েছেন।  প্রেম, দেশ, বন্ধুত্ব, মা, বাবা, সমসাময়িক ঘটনাবলী, মুক্তিযুদ্ধ ইত্যাদি বৈচিত্র্যপূর্ণ বিষয় নিয়ে লেখা কবিতাগুলো কিশোর থেকে শুরু করে যে কোনো বয়সী কাব্যপ্রেমীদের জন্য উপযুক্ত ও উপভোগ্য।  ঠিক এমনি করে সুস্থতা বজায় রেখে এগিয়ে চলুক সাহিত্যের সকল মাধ্যম। কবিতা হয়ে উঠুক ভালোবাসার বহিঃপ্রকাশ, প্রাণের স্বস্তি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের সুতীক্ষ্ণ হাতিয়ার, মানবতার বলিষ্ঠ অবয়ব।
    কবি মনজু আলমের কাব্যগ্রন্থ  'হৃদয়ের এপার ওপার' থেকে কিছু কিছু কবিতার বিশেষ বিশেষ অংশ উল্লেখ করছি।  আশা করি সহজ সরল ভাষায় উপস্থাপিত কবিতাগুলো কাব্যপ্রেমী হৃদয়ের তৃষ্ণা লাঘব করতে সহায়ক ভূমিকা পালন করবে। ।
"হৃদয়ের এপার ওপার
কোন পারেতে
কে যে বসত করে,
অনেক জটিল রহস্য তা
হাজার বছর ধরে।"  ★( কবিতাংশ -- হৃদয়ের এপার ওপার)
"কেনো তুমি ভাববে তাকে
যে তোমাকে দূরেই রাখে
বিভোর যে জন নিজের সুখে
তোমার নামটি নেয় না মুখে!
একাই বাজাও স্মৃতির সেতার
শোনার সময় হয় না যে তার।"  ★(অমানিশার রাত নয়)
"জীবনটাকে ভোগ করোনি
আমার পিছেই দিলে
সাধ আহ্লাদ তুচ্ছ করে
গড়লে তিলে তিলে।
সেই আমি আজ পূর্ণ মানুষ
সফলতায় ভরা
দুঃখ মাগো, দেখলে না সব
চলেই গেলে ত্বরা।"  ★(মাগো)
"তোমরা যাদের মা রয়েছেন তাদের বলি ভাই,
মায়ের তরে জীবন বিলাও, সময় বেশী নাই।" ★(মা)
"রাত নিশীথে তীব্র শীতে
কপাল জুড়ে ঘামের শিশির,
নষ্ট প্রহর কষ্ট চাপায়
কাঁপে হৃদয় গা থির থির।"  ★(ঘুম আসে না)
"জীবন চলার শেষ বিকেলে অনেক চাপা ক্রন্দনের
শেষ হয়েছে আমরা যেদিন হাত ধরেছি বন্ধনের।
গোমড়া মুখে একলা ঘরে বসে থাকার দিন তো শেষ
তারুণ্য আর উচ্ছলতায় এই তো আছি, আহ কী বেশ!
একের দুঃখ বিপদ হলে একসাথে সব লড়বো
খুশীর কিছু হলে তাও উদযাপনও করবো।" ★(বন্ধন এর ইতিকথা)
"অমানিশার অন্ধকার আজ
হাওরবাসীর ঘরে,
উত্তরণের পথ যে কোথায়
এপার না ওপারে?" ★(অমানিশার হাওর)
"শ্রমনীতি মেনে চলে, কতটুকু পৃথিবী
এই দিনে বাণী দেয়া, আজ শুধু রীতি কি?
শোষণ আর শাসনের বেড়াজাল ভাঙেনি
হেনরীর স্বপ্ন আজো তো রাঙেনি!"  ★(শ্রমজীবী মানুষের কথা)
------  ★সুস্থ সাহিত্যের অমোঘ মাধ্যম হিসেবে কবিতার হোক জয়জয়কার ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

নতুন লেখাগুলো পড়ুন...

      দুশ্চিন্তার চিকিৎসা   মূল: রশিদ আহমদ লুধিয়ানভি উর্দু: مفتی رشید احمد لدھیانوی ‎‎ জন্মঃ ২৬ সেপ্টেম্বর ১৯২২ মৃত্যু...