সোমবার, ১৯ মার্চ, ২০১৮

ছড়ায় ছন্দে কি এবং কী এর ব্যবহার শিক্ষা



সত্যি কি কাল বন্ধু তুমি
বিদেশ চলে যাবে?
আজ দুপুরে আমার বাসায়
একটু এসে খাবে?
পাওনা টাকা আজকে তুমি
দেবে কি হে আজ?
ঠিক মতো কি চালিয়ে যাবে
লেখাপড়ার কাজ?
প্রশ্নগুলোর জবাব যখন
হ্যাঁ বা না হবে,
ক-এ হ্রস্ব ই-কার দিবে
নিঃসন্দেহে সবে।

=============
কী দিয়ে খেয়েছো তুমি
একটু বলে ফেলো,
কী কারণে আসবে না আজ
বলো প্রিয় হ্যালো।
কীরূপ কথা বললে তুমি
লাগেনা যা কাজে,
কী বই এটা পড়ছো তুমি
সকাল দুপুর সাঁঝে?
কী সুন্দর পৃথিবীটা
ভেবেছো কি তুমি
কী সর্বনাশ করলে মোদের
ভেবেছো কি রুমী?
ক- এ দীর্ঘ ঈ-কার দেবে
এ সব ক্ষেত্রে জানো,
ক্রিয়া বিশেষণে ক-এ
দীর্ঘ ঈ-কার মানো।
সর্বনাম ও বিশেষণে
এরূপে কী দিও,
কি ও কী এর তফাৎ তুমি
সত্যি জেনে নিও।
কৃতজ্ঞতায়ঃ কবি শামসুল করিম খোকন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

নতুন লেখাগুলো পড়ুন...

      দুশ্চিন্তার চিকিৎসা   মূল: রশিদ আহমদ লুধিয়ানভি উর্দু: مفتی رشید احمد لدھیانوی ‎‎ জন্মঃ ২৬ সেপ্টেম্বর ১৯২২ মৃত্যু...