সত্যি বলতে বইটা সম্পর্কে যত লিখবো,ততই কম মনে হবে। আর এখানে লম্বা করলে পাঠক বিরক্ত হবে।
তবুও কিছু না লিখলে মন মানছে না। নতুন হাতের লেখা বই এত চমৎকার হবে, সেটা আমার কল্পনার বাইরে ছিল।
প্রতিটা গল্প পড়ে মন জুড়িয়ে গেছে। যেন চোখের সামনে ক্যারেক্টারগুলো ভাসছিল।
তবুও কিছু না লিখলে মন মানছে না। নতুন হাতের লেখা বই এত চমৎকার হবে, সেটা আমার কল্পনার বাইরে ছিল।
প্রতিটা গল্প পড়ে মন জুড়িয়ে গেছে। যেন চোখের সামনে ক্যারেক্টারগুলো ভাসছিল।
যারা ছোট গল্প পড়তে আগ্রহী, তাদের জন্য বইটা খুবই ভালো।
আর বিশেষ করে এমন একজন ধারালো লেখককে আমার ফ্রেন্ডলিস্টে রাখতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে।
আর দোয়া করি আল্লাহ আপনাদের আরো কামিয়াব করুক+সামনে আরো ভালো কিছুর প্রত্যাশা করছি। আপনাদের জাদুর কলমের খোঁচায় স্পেন বিজয়ের মতো আবারো কোন নতুন ইতিহাস তৈরি হোক।❤

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন