বড় ইমামবাড়া, লক্ষনৌ।
কামরুল ইসলাম
![]() |
বড় ইমামবাড়ার মনোরম দৃশ্য। |
![]() |
| প্রবেশদ্বার (ভেতরদিক থেকে) |
আসিফুদ্দৌলা নির্মিত বাড়িটি কাজ শেষ হওয়ার পর থেকেই অর্জন করে আছে লক্ষনৌর গৌরব ও শ্রেষ্ঠত্বের প্রতীক হওয়ার খেতাব।
দুর্ভিক্ষ পরবর্তী সময়ে নবাবরা লুকোচুরি খেলতে এর অভ্যন্তরে তৈরি করেন গোলকধাঁধার এক জটিল রাজ্য। ভুলভুলাইয়া। অনেকে আবার ইমামবাড়ার পার্শ্ববর্তী সিসি ক্যামেরা খ্যাত 'শাহী বাওলি'কেও ভুলভুলাইয়া নামে অভিহিত করে থাকেন। সিসি ক্যামেরা খ্যাত বলার কারণ এখানে বসে বহিরাগতদের পর্যবেক্ষণ, শত্রু মোকাবেলা নিমিত্তে প্রতিষ্ঠিত ভবণটির মূল আকর্ষণ; মধ্যবর্তী স্থানের আয়না সদৃশ স্বচ্ছ পানির কুয়া। যেখানে ফটকের প্রতিটি অবয়বই উদ্ভাসিত হয় সুস্পষ্টভাবে।
![]() |
| ভুলভুলাইয়া তৃতীয়তলা। |
![]() |
| বড় ইমামবাড়া মসজিদ। |
ভারতের প্রধান যাতায়াত মাধ্যম ট্রেন। এর বাইরে লম্বা ভ্রমণ কল্পনাতীত। এবারের ভ্রমণের সিংহভাগজুড়েই ছিল বাসের উপস্থিতি। মাঝে দুইদিনের বিশ্রাম সহ টানা ৮ দিনের ভ্রমণ। আজমগড় থেকে শুরু করে সাহারানপুর, দেওবন্দ, শামেলি, কিরানা, পানিপথ, দিল্লি, বান্ধা, কানপুর, লক্ষনৌ হয়ে আজমগড়। সুতরাং বুঝতেই পারছেন...
ভ্রমণকালঃ ৬ ডিসেম্বর ১১:৩০(ভারত)




চমৎকার লিখেছেন। যেতেই হবে দেখছি একদিন।
উত্তরমুছুনপ্রিয়তে জুড়ে রাখলাম। ফুরসত পেলেই উড়াল দেবো...