Amatullah Abida Afreen
সৌন্দর্যের আড়চোখে ইঙ্গিত করে অন্যকে তার মোহে জড়াবার দায় নেই।সে জন্মলগ্ন থেকে তার রূপবিলাশে মগ্ন। অন্যরা তার মোহে খুঁজে বেড়ায় মুগ্ধতা, সে কেবল চিরযৌবনা মূর্তরূপ ধারণে ব্রতী। তার সাদাটে সৌন্দর্য কখনো হয়েছে সবার অপলক দৃষ্টির সাক্ষী, কখনো বা তারকৃষ্ণ বর্ণ পেয়েছে নতুন উপাধি। ধূলিময় ধূসরতায় সে কখনো উজ্জ্বলতার প্রতীক। মেঘমল্লারদের কাশফুলের সাদায় ভাসতে থাকা সেই মোহ। রংধনুর রঙিলা অঙ্কনে অঙ্কিত প্রেয়সীর ঠোঁট। মেঘবালিকার আঁখিযুগলে বৃষ্টি নামক কান্না! মোহ জড়ানো সে রূপ। নীল সাগরের বুকে বয়ে চলা নৌকো? সে যেন এলোকেশী গ্রাম্য কন্যার অবাধে ছুটেচলা। কবির কবিতা, গায়কের গান, সুরকারের সুর, সবই মোহ লাগানোর ধান্ধা। পাতায় পাতা ঘর্ষণে সুর, কাকে কোকিলে ডাকাডাকিতে সুর, বেড়ালে ইঁদুরে লড়াইয়ের চেঁচাচেচিতে সুর! সবই মোহ ছড়াতে ব্যস্ত। বাহ্যিক সৌন্দর্য? সে তো মরীচিকা, মোহ কাটবার পরই তো হয়ে যায় ফিঁকে। আর অদ্ভুত সব ক্ষেত্রে বিনা ঘষামাজাতে নিজ থেকে গড়ে ওঠা সৌন্দর্য! তার মোহ যে কখনোই কাটাবার নয়, তা যে চিরযৌবনা, চিরন্তনী। তারা কখনো আড়চোখা ইঙ্গিতে ভরসা রাখে না, তাদের রূপ বিনা অলংকারে মোহ ছড়াতে সক্ষম।
সৌন্দর্যের আড়চোখে ইঙ্গিত করে অন্যকে তার মোহে জড়াবার দায় নেই।সে জন্মলগ্ন থেকে তার রূপবিলাশে মগ্ন। অন্যরা তার মোহে খুঁজে বেড়ায় মুগ্ধতা, সে কেবল চিরযৌবনা মূর্তরূপ ধারণে ব্রতী। তার সাদাটে সৌন্দর্য কখনো হয়েছে সবার অপলক দৃষ্টির সাক্ষী, কখনো বা তারকৃষ্ণ বর্ণ পেয়েছে নতুন উপাধি। ধূলিময় ধূসরতায় সে কখনো উজ্জ্বলতার প্রতীক। মেঘমল্লারদের কাশফুলের সাদায় ভাসতে থাকা সেই মোহ। রংধনুর রঙিলা অঙ্কনে অঙ্কিত প্রেয়সীর ঠোঁট। মেঘবালিকার আঁখিযুগলে বৃষ্টি নামক কান্না! মোহ জড়ানো সে রূপ। নীল সাগরের বুকে বয়ে চলা নৌকো? সে যেন এলোকেশী গ্রাম্য কন্যার অবাধে ছুটেচলা। কবির কবিতা, গায়কের গান, সুরকারের সুর, সবই মোহ লাগানোর ধান্ধা। পাতায় পাতা ঘর্ষণে সুর, কাকে কোকিলে ডাকাডাকিতে সুর, বেড়ালে ইঁদুরে লড়াইয়ের চেঁচাচেচিতে সুর! সবই মোহ ছড়াতে ব্যস্ত। বাহ্যিক সৌন্দর্য? সে তো মরীচিকা, মোহ কাটবার পরই তো হয়ে যায় ফিঁকে। আর অদ্ভুত সব ক্ষেত্রে বিনা ঘষামাজাতে নিজ থেকে গড়ে ওঠা সৌন্দর্য! তার মোহ যে কখনোই কাটাবার নয়, তা যে চিরযৌবনা, চিরন্তনী। তারা কখনো আড়চোখা ইঙ্গিতে ভরসা রাখে না, তাদের রূপ বিনা অলংকারে মোহ ছড়াতে সক্ষম।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন