শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭

একটা মিষ্টি সকালের মিষ্টি অনুভুতি

সেইনা খান
একটা নির্ঘুমরাতের পরের কাঙ্ক্ষিত সকাল। ঘন ঝাপসা কুহেলিকায় অস্পষ্টতার চাদরে ঢাকা এ সকালের স্পষ্টতার সর্বোচ্চে তুমি আর আমি। অনুভবে সিক্ত দুটি কায়া মায়াময় চঞ্চলতায় অস্পৃশ্য ছোঁয়ায় স্নিগ্ধতা কুড়িয়ে বেড়িয়েছে। অপ্রত্যাশিত কিছু স্পর্শে শিহরিত মনঃপ্রাণ। চাঞ্চল্যকর খুনসুটিতে দুটি ভিন্ন হাসির সমাগম। শান্ত নদীর পাড় ঘেষে আমাদের অদম্য হেঁটে চলা। চশমার গ্লাসে জমে থাকা শিশিরের মতো তোমাতে আমাতে আসঁজিত হওয়া।
ছায়াদের বিনাস্পর্শের আলিঙ্গণ। কথা না শুনার নির্মম পরিনতি। হাসির আড়ালে লুকানো একটু ব্যথা। সময়ের অবাধ্য ছুটে চলা। ধোঁয়াটে কুয়াশায় প্রভাতের প্রথম কিরণের উঁকি দেওয়া। দুটি কায়ার দুমেরুতে গমন। দুটো পশ্চাৎমুখী মলিন চোখে আয়নায় প্রতিবিম্ব দেখার মতো চোখে চোখ পড়া। পশ্চাদগামী পদচারণ। কিছু মুহূর্তের ব্যবধানে অনেকটা এগিয়ে যাওয়া, কাউকে পেছনে ফেলে আসা। কিছুক্ষণ আগের জীবন্ত মুহূর্তের জড় স্মৃতির এ্যালবামে নাম লেখানো। একটা মিষ্টি সকালের কিছু মুহূর্তের সমাপ্তি। কিছু মিশ্রিত অনুভুতির রেশ মনে রয়ে যাওয়া।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

নতুন লেখাগুলো পড়ুন...

      দুশ্চিন্তার চিকিৎসা   মূল: রশিদ আহমদ লুধিয়ানভি উর্দু: مفتی رشید احمد لدھیانوی ‎‎ জন্মঃ ২৬ সেপ্টেম্বর ১৯২২ মৃত্যু...