শনিবার, ১৬ ডিসেম্বর, ২০১৭

বিজয়ের সূর্য

আব্দুল্লাহ আল মামুন

  • একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার
  • সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার '— সংগীতটা শুনতেই হৃদয়ে একটা অন্যরকম শিহরণ অনুভব করি। কারণ, এতে আছে আমার দেশের কথা , দশের কথা।আছে বিজয়ের গল্পগাঁথা। সত্যিই আমি এমন একটা দেশে জন্মেছি যাকে নিয়ে গর্ব করা যায়। যার বুকে মাথা রেখে স্বস্তিতে ঘুমানো যায়। যার মুক্ত আকাশ আর নির্মল বাতাসের কাছে নিজেকে সমর্পণ করে সুখে থাকা যায়। যার ছায়াঘেরা মায়াঘেরা আঁচলের সম্মান রক্ষায় নিমিষেই ঝরে যায় হাজারো তাজাপ্রাণ।
  • বাংলাদেশ । আমার অহংকার ! সবুজের শামিয়ানায় রক্তের প্রলেপ দেওয়া পতাকা আমার সবচে' প্রিয় ছবি। এর জন্য আমরা অনেক রক্ত ঝরিয়েছি। ত্যাগের স্মৃতিসৌধ বানিয়েছি। লাক্ষ প্রাণ দিয়ে শহিদ মিনার গড়ে তুলেছি। রক্তের বন্যায় শাপলার সাদা ফুল লাল হতে দেখেছি। মুঠিভরে মাটি নিয়ে কত দেহ নিথর হতে দেখেছি ! এ মাটির মাঝ থেকে এখনো ভেসে আসে শহিদানের রক্তের ঘ্রাণ। এ ভাষার প্রতিটা হরফে লেগে আছে শহিদানের রক্তের দাগ। এই সবকিছুর বিনিময়ে আমরা পেয়েছি একটা পতাকা। লাল-সবুজের প্রিয় পতাকা! এই পতাকার নিচে বেঁচে থাকে একটা দেশ, একটা জাতি, একটা ভাষা। যদি কেউ ছিনিয়ে নিতে চায় এই পতাকা তবে জেগে ওঠবে একটা দেশ, একটা জাতি আর একটা ভাষা। রক্ষা করবে প্রিয় পতাকার মান প্রাণ দিয়ে। প্রতিবার বিজয়ের সূর্য ওঠে আর বিজয় টিকিয়ে রাখার শিক্ষা দিয়ে যায়।
  • লাল-সবুজের প্রিয় পতাকা! তুমি স্থায়ী হও। তোমার ওয়ারিশদের ফিরিয়ে দাও নায্য অধিকার। তুমি গাদ্দারি করো না জাতির সাথে আর জাতিকেও গাদ্দারি করতে দিও না তোমার সাথে! তাহলে আমি যে আর বুক উঁচিয়ে গাইতে পারবো না— 'এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি !
  • সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

নতুন লেখাগুলো পড়ুন...

      দুশ্চিন্তার চিকিৎসা   মূল: রশিদ আহমদ লুধিয়ানভি উর্দু: مفتی رشید احمد لدھیانوی ‎‎ জন্মঃ ২৬ সেপ্টেম্বর ১৯২২ মৃত্যু...