পিছিয়ে পড়া এই জাতিকে আবারো মর্যাদার প্রথম স্তরে পৌঁছতে হলে ব্যাপক সাহিত্য চর্চার প্রয়োজন। কেননা ‘The pen is mighter than the sword’ - অসির চেয়ে মসি বড়। শক্তিশালী এই কলম মিডিয়া প্রাণ পায় এই মাটি থেকেই, আমাদের এই অজপাড়া গাঁ থেকেই। কবি হিসেবে, সাহিত্যিক হিসেবে আমাদের মূল্যায়ন হোক বা নাই হোক আমাদের কলম চালিয়ে যেতে হবে অদম্য গতিতে। মানুষ আমাদের ধিক্কার দিক, অজস্র গালির থলে ঢেলে দিক আমাদের মাথার উপর। আমরা কিন্তু পিছলে পড়বো না আমাদের গন্তব্য থেকে। আমাদের মনে রাখতে হবে প্রাবন্ধিক আবুল ফজলের একটি মন্ত্র। আমার মনে হয় এই মন্ত্রই আমাদেরকে মুগ্ধ করবে সাহিত্যের পথে। তিনি বলেছেন, ‘ঘরের মানুষকে আমরা আবিষ্কার করি মৃত্যুর পরে। জীবিতাবস্থায় আত্মীয়ও থাকে শত্র“।’ বুঝতেই পারছেন সমাজে হয়তো পাবো না কোন উৎসাহদাতা, পাবো শুধু উদাসীনতার বাঁকা চোখ। যেহেতু কথায় আছে, ‘যেদেশে কবি নাই সেদেশে কবির মর্যাদাও নাই।’ তাই ঘরে ঘরে প্রচুর প্রচেষ্টার মাধ্যমে কবি সাহিত্যিক গড়ে তুলুন। কবিরা দেশের প্রাণ।
আসুন আমরা আমাদের সাহিত্য প্রতিভাকে জাগ্রত করি। পড়ার সাথে লেখারও অভ্যাস করি। দেশকে আরও সাজিয়ে তুলি ছন্দছায়ায়। মনের মাধুরী মিশিয়ে আমাদের সমাজকে গড়ে তুলি গদ্য আর পদ্যময়। যেখানে বিচ্ছেদ সেখানে মিলনের সাঁনাই বাজাবো, যেখানে ভুল সেখানে সত্যের আলোক জ্বালাবো, যেখানে সন্দেহ সেখানের বিশ্বাসের কথা বলবো, যেখানে দুঃখ সেখানে আনন্দের পরশ বুলাবো, যেখানে অন্ধকার সেখানে সূর্যের মতো দীপ্তি ছড়াবো। আমাদের কলমের মাধ্যমেই মানুষ সুখে হাসবে আর বেদনায় কাঁদবে। রঙিন স্বপ্ন আঁকবে আমাদের এই কলমেরই মাধ্যমে।
তাহলে আসুন না একটু একটু কলমের চর্চা করি। আর লিখনীর মাধ্যমে চলে যাই একে অপরের হৃদয়ের একদম কাছাকাছি।দুশ্চিন্তার চিকিৎসা মূল: রশিদ আহমদ লুধিয়ানভি উর্দু: مفتی رشید احمد لدھیانوی জন্মঃ ২৬ সেপ্টেম্বর ১৯২২ মৃত্যু...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন