সোমবার, ১১ জুন, ২০১৮

৩য় স্থান অধিকারিনীর কবিতা

আঁখি আনোয়ার


আর যখন ধুম্র কুয়াশা ঢেকে নেয় আকাশ,
খাঁচার পাখিটাও কেঁপে উঠে থরথর।
কোন এক অচেনা ভয়ে নেচে ওঠে গিটারের তার,
টুংটাং টুংটাং আসছে প্রলয়, বিভীষিকা!
মৃত্যু ও স্থির করে নেয় আপনার বসতভিটা,
আমি কেবল ছন্নছাড়া বাতাসে ঘুরে ঘুরে উড়ি।
আর, পৃথিবীটা তখন কাঁদুনে গ্যাসপোস্ট !

আমি অবিরাম অবিরাম ঘূর্ণনে যখন মত্ত,
বিধাতা তখন কী ভাবে কে জানে!
অন্ধকারের পথ ধরে আমার আবর্তন।
তৃষ্ণার বাঁধভাঙা উল্লাসে চর ভেঙে পড়ে,
ছোট্ট পাপড়িটাও সেকেন্ড প্রতি হয় কোটিবার বিভাজিত !
আমি নিষ্পলক ! ঘূর্ণন, ঘূর্ণন এবং ঘূর্ণন !
আবর্তনেই কোন কালে টুপ করে হারিয়ে যাই!
আমি কোথায় যেন এসে পড়ি ?
আবর্তনের কোলে চড়ে আমিও এখন কয়েক শতাধিক ধুলো !
খেয়ালই করিনি !
আবারও আবর্তন , ঘূর্ণন, ঘূর্ণন ঘূর্ণন!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

নতুন লেখাগুলো পড়ুন...

      দুশ্চিন্তার চিকিৎসা   মূল: রশিদ আহমদ লুধিয়ানভি উর্দু: مفتی رشید احمد لدھیانوی ‎‎ জন্মঃ ২৬ সেপ্টেম্বর ১৯২২ মৃত্যু...