আঁখি আনোয়ার
আর যখন ধুম্র কুয়াশা ঢেকে নেয় আকাশ,
খাঁচার পাখিটাও কেঁপে উঠে থরথর।
কোন এক অচেনা ভয়ে নেচে ওঠে গিটারের তার,
টুংটাং টুংটাং আসছে প্রলয়, বিভীষিকা!
মৃত্যু ও স্থির করে নেয় আপনার বসতভিটা,
আমি কেবল ছন্নছাড়া বাতাসে ঘুরে ঘুরে উড়ি।
আর, পৃথিবীটা তখন কাঁদুনে গ্যাসপোস্ট !
খাঁচার পাখিটাও কেঁপে উঠে থরথর।
কোন এক অচেনা ভয়ে নেচে ওঠে গিটারের তার,
টুংটাং টুংটাং আসছে প্রলয়, বিভীষিকা!
মৃত্যু ও স্থির করে নেয় আপনার বসতভিটা,
আমি কেবল ছন্নছাড়া বাতাসে ঘুরে ঘুরে উড়ি।
আর, পৃথিবীটা তখন কাঁদুনে গ্যাসপোস্ট !
আমি অবিরাম অবিরাম ঘূর্ণনে যখন মত্ত,
বিধাতা তখন কী ভাবে কে জানে!
অন্ধকারের পথ ধরে আমার আবর্তন।
তৃষ্ণার বাঁধভাঙা উল্লাসে চর ভেঙে পড়ে,
ছোট্ট পাপড়িটাও সেকেন্ড প্রতি হয় কোটিবার বিভাজিত !
আমি নিষ্পলক ! ঘূর্ণন, ঘূর্ণন এবং ঘূর্ণন !
আবর্তনেই কোন কালে টুপ করে হারিয়ে যাই!
আমি কোথায় যেন এসে পড়ি ?
আবর্তনের কোলে চড়ে আমিও এখন কয়েক শতাধিক ধুলো !
খেয়ালই করিনি !
আবারও আবর্তন , ঘূর্ণন, ঘূর্ণন ঘূর্ণন!

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন