-শাহজাহান শাহেদ
অবুঝ মেয়েটা মোবাইল কলে তার বাবাকে কয়
'আব্বু তুমি কোথায়?' বলো আসবে কোন সময়?
বলছে বাবা 'আসছি আমি এইতো কিছু পরে'
'তোমরা সবাই ঘুমিয়ে পড়ো খাবার-দাবার করে'।
অবুঝ মেয়েটা শান্তি না পায় কল দিয়ে যায় ফের
'আব্বু তুমি আসছ না কেন, আর যে
কত দের?'
'মেজর সাহেব ডাক দিছে যে' বলেই অশ্রু ঝরে
'আব্বু তুমি কাঁদছো কেনো?' মেয়েটাই প্রশ্ন করে।
কিন্তু বাবা বলবে কী আর? বলার ভাষা নেই
ভয়াল পরিস্থিতির মাঝে পড়েই গেছে সেই
ভয়ংকর এক শব্দ হঠাৎ বাজছে বিকট সুরে
ক্রসফায়ারে একরামুলের জীবন গেলো দূরে।
আকাশ ভারী কান্না মেয়েটার বুকটা ফেটে যায়
বিচারহীন এই হত্যা দেশে থামবে কখন হায়?
একরামুলের গিন্নি বলে 'নির্দোষ আমার স্বামী'
'মারছ কেনো মোর স্বামীরে' জবাবটা চাই আমি।
ক্রসফায়ারে খুনের নজির এইতো প্রথম নয়
কত্ত তাজা প্রাণ গিয়েছে গুনতে লাগে ভয়!
বিচারবিভাগ, মন্ত্রী, নেতা চশমা কালো চোখে
মানবতা কাঁদে উচ্চস্বরে কাঁদছে মানুষ শোকে।
(০৫ জুন ২০১৮ ঈসায়ী)
 
 
 
 
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন