শনিবার, ১৬ ডিসেম্বর, ২০১৭

বিজয়ের সূর্য

খালিদ মাহমুদ

তাড়াতাড়ি কর ভাই! আমরা তো পিছনে পড়ে যাবো! শহীদদের ফুল দিতে যাচ্ছি। তাও যদি দেরী করি, তাহলে তাড়াতাড়ি কাজ করবো কবে? আর কোন কাজে?
জাবেরের কথা শুনে মোবাইলটা বিছানায় ফেলে উঠে দাড়ালো মাসরুর। সংগঠন থেকে দেওয়া গেঞ্জিটা পরে নিল। হাত দিয়ে চেহারায় কোনরকম ফিনিশিং দিয়ে নিলো।
ওয়ারড্রবের উপর থেকে ফুলের তোড়াটা নিয়ে সংশয়মনে পা বাড়ালো রাস্তার দিকে।
ওর সংশয়ের কারণ হলো- ফেসবুকে একটা লেখা পড়েছে। শহীদদের জন্য যে ফুল দেওয়া হয় আর নীরবতা পালন করা হয়, তার কোন ভিত্তি নেই কোরআন-হাদিসে। আর এরকম ঢাকঢোলেরও কোন দলীল নেই।
বরং রাসুল সা. যেদিন মক্কা বিজয় করলেন, সেদিন তার চেহারা অবনত ছিলো। তিনি শুধু ইস্তেগফার করছিলেন। আর নবীজি সা.এর ইন্তেকালের পরে তার সাহাবীগণও এই বিজয়দিবস পালন করেননি।
শহীদদের জন্য দোয়া করা যায় যেকোন সময়ে। তবে নির্দিষ্ট দিনে এরকম করার কোন নিয়ম নেই।
এতসব ভাবতে ভাবতে জাবেরকে বললো তুই যা!
আজ আমার ভাল লাগছেনা। এ অবস্থায় আমার দ্বারা কোনোকিছু করা সম্ভব না।
ও ফিরে এলো। নিয়ত করলো অতীতে যে ভুল করেছে, তা আর করবেনা কখনো। তবে আজ অন্যকিছু নয় শহীদদের জন্য নিখাদ দোয়া হবে।ভিত্তিহীন সব কর্মকাণ্ড বন্ধ হবে।
শহীদদের অবদানের স্বীকৃতি দেওয়া হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

নতুন লেখাগুলো পড়ুন...

      দুশ্চিন্তার চিকিৎসা   মূল: রশিদ আহমদ লুধিয়ানভি উর্দু: مفتی رشید احمد لدھیانوی ‎‎ জন্মঃ ২৬ সেপ্টেম্বর ১৯২২ মৃত্যু...