সোমবার, ১১ জুন, ২০১৮

৪র্থ স্থান অধীকারীর কবিতা

নুরে আলম

শেষমেশ চশমা টা নিয়েই নিলাম

দূর থেকে তোমায় খুব ঝাপসা দেখায়
তোমাকে দেখার পর থেকে
জ্যোৎস্না আমার কখনো ভাল লাগেনি
তাই তুমি জ্যোৎস্না দেখতে
আর আমি দেখতাম তোমায়
তোমার খোলা চুল দেখার পর থেকে
নদীর ঢেউ আমার কখনো ভাল লাগেনি
তুমি পাড়ে আছড়ে পড়া ঢেউ গুনতে
আর আমি গুনতাম তোমার চুলের লহরী

তোমার মুখে ভালবাসি শোনার পর থেকে
সমুদ্রের গর্জন আমার কখনো ভাল লাগেনি
তুমি আমায় থামিয়ে সমুদ্রের গর্জন শুনতে
আর আমি পৃথিবী থামিয়ে 'ভালবাসি' শুনতে চাইতাম
তোমার স্বার্থপরতা দেখার পর থেকে
সময়কেও আমার স্বার্থপর মনে হয়নি
মূল্যায়ন করলে সময়ও সুদে আসলে ফেরত দিয়ে যায়,
কিন্তু তুমি তো স্রোতের মত শুধু ভাসিয়েই নিয়ে গেলে
ঐ দূর আকাশ, চাঁদ, তারা, নদী
আমি সবই স্পষ্ট দেখি
শুধু ঝাপসা হয়ে গেছো তুমিই
তাই শেষমেশ চশমাটা নিয়েই নিলাম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

নতুন লেখাগুলো পড়ুন...

      দুশ্চিন্তার চিকিৎসা   মূল: রশিদ আহমদ লুধিয়ানভি উর্দু: مفتی رشید احمد لدھیانوی ‎‎ জন্মঃ ২৬ সেপ্টেম্বর ১৯২২ মৃত্যু...