বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১৮

একটি বাগানের গল্প


তাহসিন আফজাল


সব মানুষের জীবনেই একটি করে বাগান থাকে। সেই বাগানে নানা রঙের ফুল ফোটে ; লাল, নীল, হলুদ, সাদা আরো কত জানা -অজানা রঙের ফুল! যার জীবন-বাগানে যত ফুল ফোটে, তার জীবন ততো সুন্দর হয়ে ওঠে। তার চলা সুন্দর হয়, বলা সুন্দর হয়। সে সুন্দর হয়ে ওঠে তার ভাব ও ভাবনায় এবং চিন্তা ও চেতনায়।

সে যখন কারো সঙ্গে কথা বলে, সঙ্গে সঙ্গে একটি ফুল ছিঁড়ে নেয়। তার কথার সঙ্গে মিশিয়ে দেয়। শ্রোতারা অবাক হয়ে  যায় তার কথার ঘ্রাণে। তার কথার ঘ্রাণ, কেড়ে নেয় সবার মন-প্রাণ। সবাই ভাবে এতো সুন্দর করে একটি মানুষ এতো সুন্দর কথা বলে কীভাবে!
তারা যখন যেখানে যায়, সঙ্গে করে বাগানটিও নিয়ে যায়। সেই ঘ্রাণে সুরভিত হয় সমাজ এবং মুগ্ধ হয় সমাজের মানুষ।
আবার কিছু মানুষ আছে, যাদের জীবনে বাগান থাকলেও ফুল গাছ নেই। ডাল-পালা হলেও ফুলের দেখা নেই। আছে শুধু কণ্টকময় কিছু বৃক্ষ। তারা যখন কথা বলে, একটা কাঁটা ছিঁড়ে নেয়। তার বিষ মিশিয়ে দেয় কথার ভেতর। সেই বিষে বিষাক্ত হয়ে পড়ে শ্রোতার হৃদয়-মন। সবাই পালিয়ে বাঁচে এই সব মানুষ থেকে।
তারা যখন যেখানে যায়। বিষের বাগানটাও সঙ্গে করে নিয়ে যায়। বিষিয়ে তোলে সব মানুষের জীবন।
অবাক ব্যাপার হলো, প্রত্যেক ঘরেই এমন একজন মানুষ থাকে, যার কথার বিষে সবাই তটস্থ থাকে।
আমি কি কখনো ভেবেছি, আমার হৃদয়ে রয়েছে কিসের বাগান? ফুলবাগান হলে আরো সজীব হোক আর বিষবাগান হলে নির্জীব হয়ে পড়ুক অতি দ্রুত। ধীরে ধীরে গড়ে উঠুক পুষ্পকানন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

নতুন লেখাগুলো পড়ুন...

      দুশ্চিন্তার চিকিৎসা   মূল: রশিদ আহমদ লুধিয়ানভি উর্দু: مفتی رشید احمد لدھیانوی ‎‎ জন্মঃ ২৬ সেপ্টেম্বর ১৯২২ মৃত্যু...